এক্সপ্লোর
Acidity Problem: কিছু খেলেই অ্যাসিডিটি হচ্ছে, সমস্যার সমাধান করবে এই চার মশলা
India Spices: সামান্য কিছু খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে? সমস্যার সমাধান হবে ঘরোয়া টোটকাতেই। বেশ কয়েকটি মশলা দূর করবে অ্যাসিডিটির সমসা।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

মৌরি- শুধু খাবার পর মুখশুদ্ধি হিসেবে মৌরি খেলে ভাল লাগে তা কিন্তু নয়। বরং মৌরি ভেজানো জল খেলে ওজন কমে।
2/10

এর পাশাপাশি মৌরি খেলে খাবার সহজে হজম হয়। তার ফলে অ্যাসিডিটি, গ্যাস- এই জাতীয় সমস্যা দেখা দেয় না। রোজ সকালে মৌরি ভেজানো জল খেতে পারেন। উপকার পাবেন অনেক।
3/10

জিরে- খাবার ভালভাবে হজম করার জন্য জিরে ভেজানো জল খেতে পারেন নিয়মিত। জলের মধ্যে গোটা জিরে দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে ওই জল খেতে হবে।
4/10

এই পানীয় খাবার ভালভাবে হজম হতে সাহায্য করে। এর পাশাপাশি দূর করে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা।
5/10

হিং- হজমের সমস্যা দূর করতে হিং- এর জুড়ি মেলা ভার। পেট ফাঁপা এবং অ্যাসিডিটির সমস্যা এড়াতে হিং কাজে লাগে।
6/10

হাল্কা গরম জলে সামান্য হিং মিশিয়ে সেই পানীয় খেয়ে নিন খাবার খাওয়ার পরে। অ্যাসিডিটির সমস্যা এড়াতে এই পানীয় সাহায্য করে।
7/10

জোয়ান- মূলত বদহজমের সমস্যা থেকেই অ্যাসিডিটি এবং গ্যাসের লক্ষণ দেখা দেয়। এই সমস্যা এড়াতে সঙ্গে রাখুন জোয়ান। অনেকসময় ভারী খাবার খাওয়া হলে সহজপাচ্য না হওয়ার দরুণ একটু অস্বস্তি অনুভূত হতে পারে।
8/10

ভুরিভোজের পর জোয়ান খেলে উপকার পাবেন। অন্যদিকে জোয়ান ভেজানো জল নিয়মিত খেলেও অ্যাসিডিটির সমস্যা দূর হবে।
9/10

এইসবের পাশাপাশি খেতে পারেন জলজিরা। ঠান্ডা জলে বা এমনি জলে জলজিরা মিশিয়ে তৈরি করে নিন সুস্বাদু পানীয়। এই পানীয় খাবার হজম করতে এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতে কাজে লাগে।
10/10

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 05 Oct 2024 05:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























