এক্সপ্লোর
Friendship Day: কখনও বন্ধু, কখনও চিরসখা-পুরাণে শ্রীকৃষ্ণের বন্ধুত্ব আজও উদাহরণস্বরূপ
বন্ধুত্বের সম্পর্কটিকে সমস্ত সম্পর্কের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হয়
বন্ধুত্বের মাঝে জাত ধর্ম আর্থিক ক্ষমতা যে কিছুই নয় তার প্রমাণ কৃষ্ণ-সুদামা
1/6

বন্ধুত্বের সম্পর্কটিকে সমস্ত সম্পর্কের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হয়। যা আমরা কারো কাছ থেকে পাই না, কিন্তু নিজেরাই তৈরি করি। তাই বন্ধু প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে বিশেষ। একজন বন্ধু আমাদের জীবনের একমাত্র ব্যক্তি যিনি দুঃখ, সুখ এবং প্রতিটি প্রয়োজনের সময় আমাদের সমর্থন করেন। পুরাণে এমন কিছু বন্ধুত্ব রয়েছে যা সবার জন্য দৃষ্টান্ত।
2/6

বন্ধুত্বের মাঝে জাত ধর্ম আর্থিক ক্ষমতা যে কিছুই নয় তার প্রমাণ কৃষ্ণ-সুদামা। একজন রাজা অন্য জন দরিদ্র। তবুও বন্ধুকে তার যোগ্য সম্মান কী ভাবে দিতে হয় তা শেখা যায় কৃষ্ণ-সুদামার সম্পর্ক থেকে। এক বার কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় এসেছিলেন সুদামা। উদ্দেশ্য ছিল নিজের দারিদ্র্যের কথা বলে সাহায্য প্রার্থনা। তখন তিনি খুব অর্থিক ও খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো ক্ষমতা ছিল না তাঁর। তবু তিনি সঙ্গে করে চার মুঠো চিড়ে নিয়ে গিয়েছিলেন বন্ধু কৃষ্ণের জন্য। সেই চিড়ে ছিল কৃষ্ণের কাছে বন্ধুত্বের স্মৃতি সম্মান। সুদামা দ্বারকায় পৌঁছনোর পর কৃষ্ণ নিজে হাতে তাঁর পা ধুইয়ে দেন। চরণামৃত গ্রহণ করেন।
Published at : 06 Aug 2023 03:44 PM (IST)
আরও দেখুন






















