এক্সপ্লোর
Cough and Cold: মরসুম শুরুর আগেই শীতে কাবু, সমাধান হবে রান্নাঘরের মশলা দিয়ে
Spices: সাধারণ মধ্যবিত্তের ভাঁড়ারে এমন কিছু মশলা সবসময়ই মজুত থাকে যা আক্ষরিক অর্থে জাদুর মতো কাজ করে। বিশেষ করে শীতের মরসুম শুরুর আগে যে ধরনের সর্দি, কাশির সমস্যা দেখা যায় তার সমাধান করে।
প্রতীকী ছবি, ছবি সৌজন্যে- পিক্সেলস
1/10

শীতের মরসুম শুরুর আগে অনেকেরই খুসখুসে কাশির সমস্যা দেখা যায়। তারা গোলমরিচ খেতে পারেন। যেহেতু গোলমরিচের স্বাদ বেশ ঝাল তাই গোটা গোলমরিচের সঙ্গে মধু বা চিনি মিশিয়ে খেলে কাজ দেবে।
2/10

খুসখুসে কাশির সমস্যা রাস্তাঘাটে আপনাকে বিপদে ফেলতে পারে। জল খেয়ে গলা ভিজিয়ে নিলেও অনেকসময় কাশি বন্ধ হয় না। সেক্ষেত্রে ব্যাগে রাখতে পারেন লবঙ্গ। খুব কাশি শুরু হলে মুখে লবঙ্গ দিলে আরাম পাবেন।
Published at : 16 Nov 2022 11:38 PM (IST)
আরও দেখুন






















