এক্সপ্লোর
Sri Ramakrishna Quotes: ঠাকুরের এই দশ বাণী জীবনে উন্নতির পথে মহামন্ত্র
Sri Ramakrishna Inspirational Quotes: শ্রীরামকৃষ্ণ অসামান্য বচন জীবনের সর্বসময়ের পাথেয়। তাঁর বাণীতেই লুকিয়ে রয়েছে উন্নতির মহামন্ত্র।

(ছবি ঋণ - belurmath.org)
1/10

ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য্য হয়ে যাবে।(ছবি ঋণ - belurmath.org)
2/10

বেদ-পুরাণ-তন্ত্রে, প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ (ব্রহ্ম)। পুরাণেও সচ্চিদানন্দ (কৃষ্ণ, রাম প্রভৃতি)। তন্ত্রেও সচ্চিদানন্দ (শিব)। সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব।(ছবি ঋণ - belurmath.org)
3/10

হে ঈশ্বর, তুমি কর্তা, আর আমি অকর্তা -- এইটি জ্ঞান। হে ইশ্বর, তোমার সমস্ত -- দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ -- এ-সব তোমার, আমার কিছু নয় -- এইটির নাম জ্ঞান।(ছবি ঋণ - belurmath.org)
4/10

যে অজ্ঞান সেই বলে, ঈশ্বর ‘সেথায় সেথায়’, -- অনেক দূরে। যে জ্ঞানী, সে জানে ঈশ্বর ‘হেথায় হেথায়’ -- অতি নিকটে, হৃদয়মধ্যে অন্তর্যামীরূপে, আবার নিজে এক-একটি রূপ ধরে রয়েছেন।(ছবি ঋণ - belurmath.org)
5/10

একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়। তবে শিষ্য হবে ক’জন? তুমি শিষ্য না হতে পারলে জগতের নিয়ম কানুন শিখবে কীভাবে ?(ছবি ঋণ - belurmath.org)
6/10

তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখ। তবেই যে কোনও কাজের মধ্যে ভক্তিরস খুঁজে পাবে।(ছবি ঋণ - belurmath.org)
7/10

জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক।(ছবি ঋণ - belurmath.org)
8/10

জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা, মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস সেখানেই সর্বনাশ।(ছবি ঋণ - belurmath.org)
9/10

আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা, সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে এক জনের কাছেই যাবে। তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো।(ছবি ঋণ - belurmath.org)
10/10

গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। উপদেষ্টা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশমত কার্য করে, এইরূপ লোক অতি অল্প মেলে।(ছবি ঋণ - belurmath.org)
Published at : 24 Jun 2024 09:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
