By : abp ananda | Updated at : 20 Dec 2021 08:44 AM (IST)
teeth
1/7
একমুখ সুন্দর হাসির জন্য সাদা দাঁতের কোনও বিকল্প নেই। দাঁত সাদা ও ঝকঝকে করতে অনেকে অনেক কিছুই করে। কিন্তু সামান্য কয়েকটি উপায়েই কিন্তু ঝকঝকে দাঁত পাওয়া সম্ভব।
2/7
দাঁত হলদে হয়ে যাওয়ায় অনেকেই অস্বস্তি বোধ করেন। হলদে দাঁতকে ঝকঝকে করতে আছে ঘরোয়া উপায় নারকেল তেল। দাঁত ঝকঝকে করতে যার জুড়ি মেলা ভার।
3/7
নারকেল তেলে থাকে একটি বিশেষ ধরনের অ্যাসিড। সেই বিশেষ ধরনের অ্যাসিডটি মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে। ফলে প্ল্যাকের মতো সমস্যা দূর হয়।
4/7
নারকেল ব্যাবহারের পদ্ধতি হল কোনো কিছু না মিশিয়ে। সরাসরি। দুই চামচ নারকেল তেল মুখে নিয়ে কুলকুচি করতে হবে টানা পাঁচ মিনিট। নিয়মিত করে ফল অবশ্যই মিলবে।
5/7
দাঁত ঝকঝকে সাদা করতে লেবু বিকল্প নেই।লেবু আপনার হাতের কাছেই পাওয়া যায়। সাদা এক চিমটি নুন ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাজলে দাঁত সাদা হয়।
6/7
দাঁত সাদা করতে বেকিং পাউডার বেশ কার্যকর। একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে পেস্টের সঙ্গে কিছুটা বেকিং পাউড়ার নিয়ে দাঁত মাজলে দাঁত হয় ঝকঝকে সাদা।
7/7
নিয়মিত এই ভাবে দাঁতের যত্ন নিতে হবে। তা হলে দাগমুক্ত ঝকঝকে দাঁত পাওয়া যাবে।