এক্সপ্লোর
Tatkal Booking: ছুটির মরশুমে শেষবেলায় ঘুরতে যাওয়ার প্ল্যান? ট্রেনে তৎকাল বুকিংয়ের সময় নজর রাখুন এই বিষয়গুলিতে
Tatkal train Booking: উৎসবের মরশুমে তৎকালে সিট নিশ্চিত করতে কিছু সহজ উপায় অবলম্বন করুন।
তৎকালে টিকিট বুকিংয়ের সময় নজর রাখুন এই বিষয়গুলি
1/8

দুর্গাপুজো শেষ হলেও, এখনও কিন্তু পুজোর মরশুম শেষ হয়নি। এখনও কালীপুজো, ভাইফোঁটা বাকি। এই উৎসবের মরশুমে একেবারে শেষবেলায় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে, ট্রেনে টিকিট পেতে তৎকালই ভরসা।
2/8

তৎকাল বুকিংয়ে নিশ্চিত আসন পাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি যে ১০০ শতাংশ নিশ্চিত আসন পাবেন, তার কোনও গ্যারান্টি নেই। অনেক সময় মানুষ তৎকালে টিকিট বুক করলেও তা ওয়েটিং লিস্টে চলে যায়। তাই কিছু বিষয় মাথায় রেখে টিকিট বুক করা জরুরি।
3/8

তৎকাল বুকিংয়ের সুবিধা তখনই পাওয়া যায় যখন আপনি সময় মতো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। অনেকে ১০টায় লগইন করে টিকিট পাওয়ার চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো ৯টা ৫৫ মিনিটে লগইন করে নেওয়া। এতে আপনার সময় বাঁচবে এবং সাইটে ট্র্যাফিকের চাপ বেশি থাকলেও লগইন করতে কোনো সমস্যা হবে না।
4/8

দ্বিতীয় যে বিষয়টি হল, আপনি একটি মাস্টার তালিকা তৈরি করুন। এতে ভ্রমণকারীদের সমস্ত প্রয়োজনীয় তথ্য আগে থেকেই সংরক্ষণ করুন, যারা ভ্রমণ করছেন। এর মধ্যে যেন ভ্রমণকারী যাত্রীদের সমস্ত বিবরণ আগে থেকে পূরণ করা থাকে। এর ফলে তাৎক্ষণিক বুকিং করার সময় আপনাকে তথ্য পূরণ করতে হবে না।
5/8

তৎকাল বুকিংয়ের সময় ডিটেইলস দ্রুত পূরণ করে সাবমিট করা জরুরি। আপনি যদি আগে থেকে মাস্টার লিস্ট তৈরি করে রাখেন, তাহলে আপনাকে বারবার যাত্রীদের তথ্য দিতে হবে না।
6/8

এটি মিনিটে সময় বাঁচায় এবং টিকিট দ্রুত কনফার্ম হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
7/8

অনলাইন বুকিং প্ল্যাটফর্মে প্রায়শই ব্যাপক ট্র্যাফিক হয়, বিশেষ করে উৎসবের মরশুমে। তাই সাইট খোলার একটু আগে লগইন করা এবং মাস্টার লিস্ট ব্যবহার করা আপনাকে দ্রুত ফর্ম জমা দিতে সাহায্য করবে। এই ছোট কৌশলগুলি আপনাকে নিশ্চিত আসন পেতে সাহায্য করতে পারে।
8/8

তৎকালে তাই এই দুই বিষয়টা নজরে রাখলে আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়াও, আপনি পেমেন্ট ডিটেইলস আগেই সেভ করে রাখলেও আপনি লাভবান হতে পারেন।
Published at : 07 Oct 2025 11:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























