এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Health Tips: শরীরে আয়রনের ঘাটতি রয়েছে কি? তাহলে অবশ্যই পাতে রাখুন এগুলি
Iron Deficiency: শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে, কিছু খাবার ডায়েটে যোগ করা প্রয়োজন। জেনে নিন বিশদ।
![Iron Deficiency: শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে, কিছু খাবার ডায়েটে যোগ করা প্রয়োজন। জেনে নিন বিশদ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/311632675ed355b019eca57e94f75b581696306400651338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/10
![রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ধরে রাখতে, লোহিত কণিকায় প্রোটিন উৎপাদন অব্যাহত রাখতে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত আমাদের। পেশিতে অক্সিনেজের জোগান দেয় যে মায়োগ্লোবিন, তার জন্যও প্রয়োজন পড়ে আয়রনের। 3](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/799bad5a3b514f096e69bbc4a7896cd9475ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ধরে রাখতে, লোহিত কণিকায় প্রোটিন উৎপাদন অব্যাহত রাখতে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত আমাদের। পেশিতে অক্সিনেজের জোগান দেয় যে মায়োগ্লোবিন, তার জন্যও প্রয়োজন পড়ে আয়রনের। 3
2/10
![তাই শরীরকে শক্তি জোগাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিছু খাবার নিয়মিত ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেগুলি কী, জেনে নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880088147.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই শরীরকে শক্তি জোগাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিছু খাবার নিয়মিত ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেগুলি কী, জেনে নিন।
3/10
![আয়রন সমৃদ্ধ অমরন্থ অবশ্যই রাখুন ডায়েটে। এতে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজও থাকে প্রচুর পরিমাণ। এটি সুপারফুড হিসেবেও গৃহীত হয়। আজ বলে নয়, মায়া, অ্যাজটেক যুগ থেকেই অমরন্থ খাওয়ার প্রচলন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/d0096ec6c83575373e3a21d129ff8fefa895d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আয়রন সমৃদ্ধ অমরন্থ অবশ্যই রাখুন ডায়েটে। এতে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজও থাকে প্রচুর পরিমাণ। এটি সুপারফুড হিসেবেও গৃহীত হয়। আজ বলে নয়, মায়া, অ্যাজটেক যুগ থেকেই অমরন্থ খাওয়ার প্রচলন।
4/10
![শরীরে আয়রনের জোগান বাড়াতে তিলের দানা রাখুন ডায়েটে। স্যালাডের উপরে ছড়িয়ে দিতে পারেন, আবার ব্যবহার করতে পারেন রান্নাতেও। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কও থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/032b2cc936860b03048302d991c3498f2ab92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শরীরে আয়রনের জোগান বাড়াতে তিলের দানা রাখুন ডায়েটে। স্যালাডের উপরে ছড়িয়ে দিতে পারেন, আবার ব্যবহার করতে পারেন রান্নাতেও। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কও থাকে।
5/10
![বিটের সবুজ পাতাও আয়রনে সমৃদ্ধ হয়। পুষ্টিগুণও অনেক এর। পালং শাকের মতোই রান্না করে খেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/18e2999891374a475d0687ca9f989d83df1cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিটের সবুজ পাতাও আয়রনে সমৃদ্ধ হয়। পুষ্টিগুণও অনেক এর। পালং শাকের মতোই রান্না করে খেতে পারেন।
6/10
![রান্নাঘরে কালোজিরে থাকে সকলের বাড়িতেই। খাবারে বাড়তি স্বাদই যোগ করে না শুধু, আয়রনেও সমৃদ্ধ কালো জিরে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/fe5df232cafa4c4e0f1a0294418e5660af384.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রান্নাঘরে কালোজিরে থাকে সকলের বাড়িতেই। খাবারে বাড়তি স্বাদই যোগ করে না শুধু, আয়রনেও সমৃদ্ধ কালো জিরে।
7/10
![শুধুমাত্র খেতেই সুস্বাদু নয়, আয়রনে সমৃদ্ধ সয়াবিন। প্রচুর প্রোটিনও থাকে। শুধু বড়ি নয়, সয়াবিন নানা রূপেই কিনতে পাওয়া যায় বাজারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/8cda81fc7ad906927144235dda5fdf155710a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধুমাত্র খেতেই সুস্বাদু নয়, আয়রনে সমৃদ্ধ সয়াবিন। প্রচুর প্রোটিনও থাকে। শুধু বড়ি নয়, সয়াবিন নানা রূপেই কিনতে পাওয়া যায় বাজারে।
8/10
![ক্যালরি কম, আবার আয়রনেও ভরপুর পালং শাক। এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি-ও থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/156005c5baf40ff51a327f1c34f2975b303a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্যালরি কম, আবার আয়রনেও ভরপুর পালং শাক। এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি-ও থাকে।
9/10
![সুপারফুডের তালিকায় একাধিক শস্যের বীজ রয়েছে। এর মধ্যে অন্যতম হল কুমড়োর বীজ। এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ভিটামিন কে, জিহ্ক এবং ম্যাঙ্গানিজও পাওয়া যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/30e62fddc14c05988b44e7c02788e18786dea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুপারফুডের তালিকায় একাধিক শস্যের বীজ রয়েছে। এর মধ্যে অন্যতম হল কুমড়োর বীজ। এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ভিটামিন কে, জিহ্ক এবং ম্যাঙ্গানিজও পাওয়া যায়।
10/10
![ব্রকোলিতেও প্রচুর পরিমাণ আয়রন থাকে। এ ছাড়াও ভিটামিন সি, ফাইবার থাকে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/ae566253288191ce5d879e51dae1d8c3d6d5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রকোলিতেও প্রচুর পরিমাণ আয়রন থাকে। এ ছাড়াও ভিটামিন সি, ফাইবার থাকে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 03 Oct 2023 09:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)