এক্সপ্লোর
Nightmares: চোখ বুজলেই দুঃস্বপ্ন দেখেন! এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ
Health Tips: মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখেন কেউ, কেউ আবার প্রায়শই। এর কারণ কী জানুন।
ছবি: ফ্রিপিক।
1/10

ঘুমের মধ্যে শুধু স্বপ্ন দেখি না আমরা, হানা দেয় দুঃস্বপ্নও। এতটাই ভয়ঙ্কর হয় দুঃস্বপ্ন যে ঘুম ভেঙে উঠে বসি আমরা। সারাদিন তা নিয়ে ভাবনা-চিন্তাও করি।
2/10

কখনও সখনও দুঃস্বপ্ন দেখা অস্বাভাবিক নয় যদিও, কিন্তু কেউ কেউ আবার প্রায়শই দুঃস্বপ্ন দেখেন। এই দুঃস্বপ্নের আসল কারণ কী, তার নানা ব্যাখ্যা রয়েছে।
Published at : 28 Sep 2023 04:59 PM (IST)
আরও দেখুন






















