এক্সপ্লোর
Human Psychology: একটুতেই ক্ষমা চান, তুচ্ছ কারণেও Sorry বলেন কেউ কেউ, কিন্তু কেন?
Psychological Facts: বদভ্যাস নয়, একটুতে ক্ষমা চাওয়ার নেপথ্যে মানসিকতাও জড়িয়ে। ছবি: ফ্রিপিক।
![Psychological Facts: বদভ্যাস নয়, একটুতে ক্ষমা চাওয়ার নেপথ্যে মানসিকতাও জড়িয়ে। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/1126687685be90d46b28406804a6a1291738117866822338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ফ্রিপিক।
1/10
![সামান্য কিছুতেই Sorry বলতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন অনেকে। বার বার বারণ করলেও, অভ্যাস ছাড়তে পারেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800fe488.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সামান্য কিছুতেই Sorry বলতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন অনেকে। বার বার বারণ করলেও, অভ্যাস ছাড়তে পারেন না।
2/10
![এতে সামনের জন অনেক সময় অস্বস্তিতে পড়েন। কিন্তু একটুতেই ক্ষমা চান যাঁরা, তাঁদের মন এবং এমন আচরণের নেপথ্য কারণ বোঝা খুব জরুরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/156005c5baf40ff51a327f1c34f2975b91043.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এতে সামনের জন অনেক সময় অস্বস্তিতে পড়েন। কিন্তু একটুতেই ক্ষমা চান যাঁরা, তাঁদের মন এবং এমন আচরণের নেপথ্য কারণ বোঝা খুব জরুরি।
3/10
![দোষ না থাকলেও অনেকে Sorry বলেন, বার বার করে ক্ষমা চান। হতে পারে, দ্বন্দ্ব এড়াতে চাইছেন তাঁরা। শান্তি বজায় রাখতে কিছু না করেও আপনা থেকে Sorry বলেন অনেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/799bad5a3b514f096e69bbc4a7896cd99a414.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দোষ না থাকলেও অনেকে Sorry বলেন, বার বার করে ক্ষমা চান। হতে পারে, দ্বন্দ্ব এড়াতে চাইছেন তাঁরা। শান্তি বজায় রাখতে কিছু না করেও আপনা থেকে Sorry বলেন অনেকে।
4/10
![কিছু মানুষ একটু বেশি সংবেদনশীল হন। এঁজের চেতনা, অনুভূতি অত্যন্ত গভীর। অন্যজনকে কোনও ভাবে আঘাত না করে ফেলেন, এই ভয়ও পান। হয়ত কিছুই করেননি, কিন্তু সামনের জন আহত হয়ে থাকতে পারেন ভেবেই ক্ষমা চেয়ে নেন। কারও হয়ত সম্পূর্ণ ভিন্ন কারণে মন খারাপ। কিন্তু এঁরা ক্ষমা চাইতে যান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/d0096ec6c83575373e3a21d129ff8fef5bbf4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিছু মানুষ একটু বেশি সংবেদনশীল হন। এঁজের চেতনা, অনুভূতি অত্যন্ত গভীর। অন্যজনকে কোনও ভাবে আঘাত না করে ফেলেন, এই ভয়ও পান। হয়ত কিছুই করেননি, কিন্তু সামনের জন আহত হয়ে থাকতে পারেন ভেবেই ক্ষমা চেয়ে নেন। কারও হয়ত সম্পূর্ণ ভিন্ন কারণে মন খারাপ। কিন্তু এঁরা ক্ষমা চাইতে যান।
5/10
![ক্ষমা চাওয়ার অভ্যাস শিষ্টাচার এবং বিনয়েরও পরিচয়। কথার মাঝে কথা বলে ফেললেও ক্ষমা চান অনেকে। তুচ্ছাতিতুচ্ছ কারণে Sorry বলেন। এতে নিজেদের কোনও অংশে কম যদিও মনে হয় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/032b2cc936860b03048302d991c3498f2743e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্ষমা চাওয়ার অভ্যাস শিষ্টাচার এবং বিনয়েরও পরিচয়। কথার মাঝে কথা বলে ফেললেও ক্ষমা চান অনেকে। তুচ্ছাতিতুচ্ছ কারণে Sorry বলেন। এতে নিজেদের কোনও অংশে কম যদিও মনে হয় না।
6/10
![কিছু মানুষ নিজেই নিজের জন্য উচ্চ মানদণ্ড, লক্ষ্য নির্ধারণ করে রাখেন। ভাল মানুষ হওয়াও সেই লক্ষ্যে শামিল থাকে। এঁরা সবক্ষেত্রেই নিখুঁত হতে চান। ছোট ছোট ভুলের জন্য ক্ষমা চাওয়া এঁদের কাছে একেবারে স্বাভাবিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/18e2999891374a475d0687ca9f989d834b834.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিছু মানুষ নিজেই নিজের জন্য উচ্চ মানদণ্ড, লক্ষ্য নির্ধারণ করে রাখেন। ভাল মানুষ হওয়াও সেই লক্ষ্যে শামিল থাকে। এঁরা সবক্ষেত্রেই নিখুঁত হতে চান। ছোট ছোট ভুলের জন্য ক্ষমা চাওয়া এঁদের কাছে একেবারে স্বাভাবিক।
7/10
![যাঁরা উৎকণ্ঠায় ভোগেন, নিরাপত্তাহীনতায় ভোগেন, একটুতে Sorry বলার অভ্যাস থাকতে পারে তাঁদেরও। খারাপ কিছু ঘটতে পারে আঁচ করে আগেভাগেই ক্ষমা চেয়ে নেন এঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/fe5df232cafa4c4e0f1a0294418e5660a57f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যাঁরা উৎকণ্ঠায় ভোগেন, নিরাপত্তাহীনতায় ভোগেন, একটুতে Sorry বলার অভ্যাস থাকতে পারে তাঁদেরও। খারাপ কিছু ঘটতে পারে আঁচ করে আগেভাগেই ক্ষমা চেয়ে নেন এঁরা।
8/10
![সময়ের সঙ্গে ক্ষমা চাওয়া কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়। উল্টোদিক থেকে কেউ হয়ত ধাক্কা দিল, কিন্তু এঁরা যেচে Sorry বলেন। নিজেরাও বুঝতে পারেন না যে ক্ষমা চাওয়া অভ্যাসে পরিণত হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/8cda81fc7ad906927144235dda5fdf15e3776.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সময়ের সঙ্গে ক্ষমা চাওয়া কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়। উল্টোদিক থেকে কেউ হয়ত ধাক্কা দিল, কিন্তু এঁরা যেচে Sorry বলেন। নিজেরাও বুঝতে পারেন না যে ক্ষমা চাওয়া অভ্যাসে পরিণত হয়েছে।
9/10
![একটুতেই ক্ষমা চাওয়ার অভ্যাস যাঁদের, তাঁদের আত্মসম্মান বোধ কম। নিজের গুরুত্ব বুঝতে ব্যর্থ তাঁরা। নিজেকে এঁরা অযোগ্য এবং দোষী মনে করেন। যে পরিবেশে বড় হয়েছেন, তার জন্য এমনটা হতে পারে। এঁদের আত্মবিশ্বাসও কম হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/30e62fddc14c05988b44e7c02788e187a8fb4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটুতেই ক্ষমা চাওয়ার অভ্যাস যাঁদের, তাঁদের আত্মসম্মান বোধ কম। নিজের গুরুত্ব বুঝতে ব্যর্থ তাঁরা। নিজেকে এঁরা অযোগ্য এবং দোষী মনে করেন। যে পরিবেশে বড় হয়েছেন, তার জন্য এমনটা হতে পারে। এঁদের আত্মবিশ্বাসও কম হয়।
10/10
![সমালোচনা এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় তাড়িয়ে বেড়ায় অনেককে। তাই মনজয়ের চেষ্টা চালিয়ে যান এঁরা। কেউ রুষ্ট হওয়ার আগেই ক্ষমা চেয়ে নেন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/ae566253288191ce5d879e51dae1d8c3d2727.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সমালোচনা এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় তাড়িয়ে বেড়ায় অনেককে। তাই মনজয়ের চেষ্টা চালিয়ে যান এঁরা। কেউ রুষ্ট হওয়ার আগেই ক্ষমা চেয়ে নেন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 29 Jan 2025 08:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)