এক্সপ্লোর
Tomato Ketchup: শুধু খেতে বা রান্না করতেই নয়, টমেটো কেচ আপ অন্য আরও কাজেও লাগে
Tomato Ketchup Uses: খাওয়া-রান্নার বাইরেও অন্য ব্যবহার রয়েছে কেচআপের। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

টমেটো কেচআপ ছাড়া জমে না ফাস্টফুড। বাড়িতে তৈরি স্ন্যাক্সেও টমেটো কেচআপের প্রয়োজন পড়ে। কেচআপ শরীরে জন্য ভাল নয় জেনেও, বাজার থেকে কিনে আনতে দ্বিধা করি না আমরা। ছবি: পিক্সাবে।
2/10

তবে স্ন্যাক্সের সঙ্গে খাওয়া ছাড়াও,আরও একাধিক কাজে ব্যবহার করতে পারেন টমেটো কেচআপ। ক্ষত সারানো থেকে থালাবাসন ঝকঝকে করে তোলা, কেচআপ অন্য আর কী কী কাজে লাগতে পারে, জানলে অবাক হবেন। ছবি: পিক্সাবে।
Published at : 02 Jun 2024 07:06 PM (IST)
আরও দেখুন






















