এক্সপ্লোর
Heart Attack: হার্ট অ্যাটাক হতে পারে যখন-তখন, জানান দেয় শরীরই, বুঝবেন কীভাবে?
Heart Attack Symptoms:

ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক হওয়ার আগে আমাদের শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায়। কয়েকদিন ধরে এইসব উপসর্গ দেখা দিলে বুঝতে হবে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক হওয়ার আগে আমাদের শরীরে কোন ধরনের উপসর্গ দেখা দিতে পারে, সেগুলি জানা থাকলে আমরা আচমকা হার্ট ফেলের মতো সমস্যা এড়াতে পারব। অতএব সতর্ক থাকা জরুরি ভীষণভাবে।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক মানে শুধুই বুকে ব্যথা নয়। আচমকা মাঝে মাঝেই যদি শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে অবহেলা করবেন না। শ্বাস-প্রশ্বাসের এই কষ্ট হৃদযন্ত্রের সমস্যার কারণে হতে পারে।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকলে অস্বাভাবিক রকমের ক্লান্তি লাগবে আপনার। ভালভাবে বিশ্রাম কিংবা ঘুমের পরেও ঝিমিয়ে থাকবেন আপনি। সারাক্ষণ শরীর ক্লান্ত, অবসন্ন হয়ে থাকবে। এইসব লক্ষণ আমাদের চেনা, কিন্তু আমরা অবহেলা করি। আর ডেকে আনি বিপদ।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক মানে কিন্তু শুধু বুকে ব্যথাই লক্ষণ নয়। আপনার ঘাড়, কাঁধ, হাত (আর্মস বা বাহু), চোয়ালে যন্ত্রণা হতে পারে। মাথাতেও ব্যথা হতে পারে।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে ব্যথারও একটি বিশেষ ধরন রয়েছে। এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করবেন বুকে। যা একটানা হতে পারে। আবার মাঝে মাঝে থেমে থেমেও হতে পারে।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাকের সম্ভাবনা দিলে আপনার শরীরে আচমকা ঘাম হবে। তবে এটা কোল্ড সোয়েট। অর্থাৎ ঘামলেও গরম লাগবে না আপনার। বরং শিরশির করবে শরীর।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। অনেকেরই হাত-পা আচমকা ভীষণ ঠান্ডা হয়ে যায়। মনে হতে পারে যেন হাতে-পাতে সাড় পাচ্ছেন না। এই লক্ষণও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলে দেখা দিতে পারে শরীরে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকলে হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে। বেশিরভাগের ক্ষেত্রেই দ্রুত গতিতে হার্টবিট অনুভূত হয়। এই লক্ষণ কোনওভাবেই অবহেলা করবেন না।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকলে পেটে ব্যথা হতে পারে। গা-গোলাতে পারে। আচমকা অ্যাংজাইটি বাড়তে পারে। তার ফলে অস্থির অস্থির লাগবে আপনার শরীর।
Published at : 14 Apr 2025 09:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
আইপিএল
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
