এক্সপ্লোর
Break Ups: পরিস্থিতির দোহাই নয়, নয় মিথ্যে আশাও, সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে কথা হোক সরাসরিই
Relationships: সম্পর্কে জড়ানো যতটাই সহজ, ভেঙে বেরিয়ে আসা ততটাই কঠিন। কী ভাবে সামাল দেবেন পরিস্থিতি, জানুন।
ছবি: পিক্সাবে।
1/10

সম্পর্কে জড়িয়ে পড়া যতটা সহজ, সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা কঠিন ততটাই। যে সম্পর্ক ছাড়া জীবন অচল বলে মনে হয়েছিল একসময়, পরবর্তীতে সেই সম্পর্কই দমবন্ধ অবস্থার কারণ হয়ে দাঁড়ায়।
2/10

একটা সময় পর ভালবাসা অভ্যাসে পরিণত হয়ে যায় আমাদের। তার জন্য অনেক আপসও করতে হয়। অনুভূতি, আবেগের জায়গা দখল করে দায়বদ্ধতা। সে ক্ষেত্রে দু’জনেই অসুখী হয়ে জড়িয়ে থাকেন সম্পর্কে। সেখান থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
Published at : 20 Jun 2023 08:47 AM (IST)
আরও দেখুন






















