এক্সপ্লোর
Clock Time Facts: কেন নতুন ঘড়িতে সব সময় দশটা দশ বেজে থাকে?
কোনও কোনও বিশেষজ্ঞের মতে, দশটা দশ বাজার কারণ হতে পারে, তাদের প্রস্তুতকারকদের কোনও নিয়ম
দশটা বেজে দশ কেন সব সময় এই সময়টাকেই দেওয়া থাকে, জানেন কি?
1/6

শোরুমে ঘড়ি কিনতে গিয়ে দেওয়াল ঘড়ি হোক অথবা রিস্ট ওয়াজ যে কোন কিছুতেই আমরা কিন্তু সর্বপ্রথম যে লেখাটি চোখে পড়ে বা যে সময়টি চোখে পড়ে তাহলে দশটা বেজে দশ কেন সব সময় এই সময়টাকেই দেওয়া থাকে, জানেন কি? অনেকেই জানেন না, এর কারণ কী?
2/6

দশটা বেজে দশ যখন বাজে তখন ঘড়ির কাঁটাটিকে দেখতে লাগে, ইংরেজি অক্ষর ভি-য়ের মতন। এই ভি কথাটির অর্থ হল ভিকট্রি অর্থাৎ বিজয়ের প্রতি।
Published at : 30 Jan 2023 02:00 PM (IST)
আরও দেখুন






















