এক্সপ্লোর
Skin Detoxification: বডি ডিটক্সের মতোই ত্বকের ডিটক্সিফিকেশন কেন প্রয়োজন? বাড়িতেই কীভাবে হবে সমাধান?
Skin Care Tips: দুর্গাপুজো শেষ। এরপর আসছে আলোর উৎসব দীপাবলি। তার আগে তো আবার চাঙ্গা করে তুলতে হবে নিজের ত্বকে। তাই এবার প্রয়োজন ত্বকের ডিটক্সিফিকেশন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

আমাদের যেমন বডি ডিটক্সিফিকেশন প্রয়োজন। ঠিক তেমনই দরকার স্কিন ডিটক্স। বিভিন্ন কারণে ত্বকের মধ্যে যে ময়লা জমে থাকে তা পরিষ্কার করা প্রয়োজন। তাহলেই ফিরবে ত্বকের জেল্লা অর্থাৎ উজ্জ্বল ভাব।
2/10

স্কিন ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে মূল লক্ষ্য হল ত্বকের গভীর স্তর পর্যন্ত আর্দ্র ভাব বজায় রাখা। আর তার সঙ্গে ত্বকের একদম অভ্যন্তর থেকে জমে থাকা নোংরা বের করে আনা।
Published at : 29 Oct 2023 01:05 PM (IST)
আরও দেখুন






















