এক্সপ্লোর
Being Hangry: পেট খালি থাকলে সপ্তমে চড়ে মেজাজ, কেন, কী কারণ জানেন?
Hunger and Anger: খিদে পেলে কি মাথা গরম হয়ে যায়? নেপথ্যে রয়েছে একাধিক কার্যকারণ। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

পেট চুঁইচুই করলে অন্য দিকে তাকানোর সময় থাকে না আমাদের। কোনও কারণে হাতের কাছে খাবার না পেলে মেজাজও ওঠে সপ্তমে। ছবি: পিক্সাবে।
2/10

খালিপেটে রাগে গসগস করার এমন হাজারো নজির রয়েছে। কিন্তু একদিকে খিদে এবং অন্য দিকে রাগে মাথা গরম হয়ে যাওয়া, দুইয়ের নেপথ্যে বৈজ্ঞানিক কার্যকারণ রয়েছে। ছবি: পিক্সাবে।
Published at : 23 May 2024 06:21 PM (IST)
আরও দেখুন






















