এক্সপ্লোর
Health Tips: চুল বাঁধলেই মাথার যন্ত্রণা? অনেকেই ভোগেন এই রোগে, কারণ এবং নিরাময়ের উপায় জানুন
Ponytail Leads to Headache: একার সমস্যা নয়। অনেকেরই এই রোগ রয়েছে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

কোমর পর্যন্ত চুলের স্বপ্ন দেখলেও, সেই চুল সামলানো মুখের কথা নয়। প্রচণ্ড গরমে জড়িয়ে বেঁধে রাখলে বেঁচে যাই আমরা। কিন্তু শক্ত করে চুল বাঁধলে আবার মাথার যন্ত্রণা শুরু হয়।
2/10

চুল বাঁধলে মাথার যন্ত্রণা হয় অনেকেরই। যাঁরা এই সমস্যায় ভোগেন, তাঁরা যন্ত্রণা জানেন। চিকিৎসা বিজ্ঞানের কাছে এর ব্যাখ্যা রয়েছে।
Published at : 17 Oct 2024 09:03 PM (IST)
আরও দেখুন






















