এক্সপ্লোর
Mental Health: নিজের মনের দায়িত্ব নিজেরই, অন্য কেউ নয়, দুর্বল মুহূর্তে নিজেকে বোঝান নিজেই
Life Lesson: চার পাশে যখন কাউকে পাওয়া যায় না, নিজেকেই নিজের সহায় হতে হয়। দুঃসময়ে তাই কিছু কথা মাথায় রাখা জরুরি।
ছবি: পিক্সাবে।
1/10

দুর্বল মুহূর্তে মন শক্ত রাখা কঠিন হয়ে পড়ে। এই সময় কাঁধে কেউ হাত রাখলে নিরাপদ বোধ করি আমরা। তাঁর কাছেই মনের ঝাঁপি উজাড় করে দিই।
2/10

কিন্তু নিজের দুঃখের কথা সবসময় অন্যকে বলা যায় না। আবার ঘ্যানঘ্যানে ভেবে অনেকে ইচ্ছাকৃত ভাবে এড়িয়েও চলেন।
Published at : 28 Jun 2023 10:23 PM (IST)
আরও দেখুন






















