এক্সপ্লোর
World Down Syndrome: কেন হয় ডাউন সিনড্রোম? কোন লক্ষণ দেখে বুঝবেন?
কেন হয় ডাউন সিনড্রোম
1/7

ডিএনএ কিংবা ক্রোমোজমে যদি কোনও অসামঞ্জস্যতা দেখা দেয়, সেক্ষেত্রে ত্রুটি দেখাঁ যায় মানদিক ও শারীরিক। সেই রোগকেই বলা হয় ডাউন সিনড্রোম। এই রোগ সাধারণত জেনেটিক সমস্যার কারণেই হয়।
2/7

কী ত্রুটির কারণে এমনটা হয়? ভ্রুণে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। ডাউন সিনড্রোম হলে আরও একটি বাড়তি ক্রোমোজম ২১ নম্বর ক্রোমোজম জোড়ের জায়গায় ঢুকে পড়ে৷ তখন ২১তম স্থানে ক্রোমোজমের সংখ্যা ২টির বদলে হয়ে যায় ৩টি। একে 'ট্রাইসোমি ২১'।
Published at : 21 Mar 2022 01:41 PM (IST)
আরও দেখুন






















