World Down Syndrome: কেন হয় ডাউন সিনড্রোম? কোন লক্ষণ দেখে বুঝবেন?
By : abp ananda | Updated at : 21 Mar 2022 01:41 PM (IST)
কেন হয় ডাউন সিনড্রোম
1/7
ডিএনএ কিংবা ক্রোমোজমে যদি কোনও অসামঞ্জস্যতা দেখা দেয়, সেক্ষেত্রে ত্রুটি দেখাঁ যায় মানদিক ও শারীরিক। সেই রোগকেই বলা হয় ডাউন সিনড্রোম। এই রোগ সাধারণত জেনেটিক সমস্যার কারণেই হয়।
2/7
কী ত্রুটির কারণে এমনটা হয়? ভ্রুণে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। ডাউন সিনড্রোম হলে আরও একটি বাড়তি ক্রোমোজম ২১ নম্বর ক্রোমোজম জোড়ের জায়গায় ঢুকে পড়ে৷ তখন ২১তম স্থানে ক্রোমোজমের সংখ্যা ২টির বদলে হয়ে যায় ৩টি। একে 'ট্রাইসোমি ২১'।
3/7
২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস হিসাবে পালিত হয়। বিশেষজ্ঞদের মতে, বেশি বয়সে মা হলে বিশেষ করে ৩৫ বছর বয়সের পরে সন্তান নিলে সেই সন্তানের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকতে পারে।
4/7
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, আমাদের দেশে প্রতিবছর পাঁচ হাজার ৫০০ বা প্রতিদিন প্রায় ১৫টি ডাউন শিশুর জন্ম হয়।
5/7
ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৮৬৬ সালে এই শিশুদের চিহ্নিত করেন বলে তার নামানুসারে ডাউন সিনড্রোম কথাটি প্রচলিত হয়।
6/7
ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কিছু শারীরিক বৈশিষ্ট্য থাকে। যেমন- কম উচ্চতা, চ্যাপ্টা নাক, ছোট কান, হাতের তালুতে একটি মাত্র রেখা ইত্যাদি।
7/7
গর্ভাবস্থায় ভ্রুণটি ডাউন সিনড্রোমে আক্রান্ত বলে নিশ্চিত হলে গর্ভপাতের পরামর্শ দেয়া হয়। ডাউন সিনড্রোমের রোগীকে সারাজীবন কিছু রোগের স্ক্রিনিং পরীক্ষা করাতে হয়।