এক্সপ্লোর
Year Ender 2023:৭ ঢেউ পেরিয়ে ৭ রকম প্রার্থনা, বর্ষবরণে উদযাপনের নানা দেশে নানা রীতি
Weird New Year Traditions Across World: জানেন কি, বিশ্বের নানা প্রান্তে বর্ষবরণের জন্য নানা ধরনের রীতি-রেওয়াজ চালু রয়েছে? কী রকম সেই রীতি?
৭ ঢেউ পেরিয়ে ৭ রকম প্রার্থনা, বর্ষবরণে উদযাপনের নানা দেশে নানা রীতি
1/9

আর কয়েক ঘণ্টা। তার পরই উল্টে যাবে ক্যালেন্ডারের পাতা। চলে আসবে নতুন বছর। বর্ষবরণ নিয়ে নানারকম পরিকল্পনা নানা জনের। জানেন কি, বিশ্বের নানা প্রান্তে বর্ষবরণের জন্য নানা ধরনের রীতি-রেওয়াজ চালু রয়েছে? এমন রীতি-রেওয়াজ যা শুনলে আমার-আপনার একটু অদ্ভুত লাগতে পারে বটে, তবে যাঁদের রীতি তাঁরা বিনা প্রশ্নে ওই রীতি অক্ষরে অক্ষরে পালন করেন। (ছবি:PIXABAY)
2/9

আইসক্রিম ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা খুব একটা বেশি হয়তো নয়। সেই সাধের আইসক্রিম বর্ষবরণের সময় হাত থেকে ফেলে দেওয়া সুইৎজারল্যান্ডের রীতি। সে দেশের মানুষের বিশ্বাস, এতে সমৃদ্ধি আসে। (ছবি:PIXABAY)
Published at : 31 Dec 2023 02:15 PM (IST)
আরও দেখুন






















