এক্সপ্লোর
Yogurt: বর্ষাকালে দই খাওয়া উচিত নয়? কেন?
Lifestyle News: আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, ঠাণ্ডা শক্তি সম্পন্ন খাবার যেমন- দই বর্ষাকালে খাওয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে
বিশ্বাস অনুযায়ী বর্ষাকালে দই না খাওয়াই উচিত
1/7

বৃষ্টি হয় না, নামেই বর্ষাকাল। তবে একটু বৃষ্টি হলেই বাঙালির রসানায় জায়গা করে নেয় খিচুড়ি। তবে যারা প্রতিদিন দই খায়, তাঁদের জন্য এ কিছু নতুন নয়।
2/7

যদিও খাওয়া দাওয়ার পর দই খেতে মন্দ লাগে না। আর এটা অন্ত্রের জন্যও উপকারী। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী বর্ষাকালে দই না খাওয়াই উচিত।
Published at : 03 Aug 2023 08:11 AM (IST)
আরও দেখুন






















