এক্সপ্লোর
Relationship Tips: জ্ঞান বা ভাষণ নয়, হাতে হাত রাখলেই সম্ভব, সামনের জন মনমরা হয়ে থাকলে যা করণীয়...
Empathy in Relationships: কোনও হাতিঘোড়া ব্যাপার নয়। হাত বাড়ালেই সব সম্ভব হয়। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

সবেতে এত বাড়াবাড়ির কী আছে বলে অনেক সময়ই কাছের মানুষের অনুভূতিকে ধর্তব্যের মধ্যে আনি না আমরা। সামনের জন মনমরা হয়ে থাকলেও কী কর্তব্য বুঝে উঠতে পারি না আমরা। কী করে তাঁর মুখে হাসি ফেরানো যায়, পাশে থেকে আশ্বাস জোগানো যায়, মাথায় আসে না। কিছু ছোট ছোট পদক্ষেপেই কিন্তু হতে পারে সমাধান।
2/10

কাউকে ভাল রাখতে গেলে সবার আগে তাঁর মনকে বোঝা উচিত। এক্ষেত্রে তাঁর কথা শোনা উচিত মন দিয়ে। শোনার ভান করে নয়, মন দিয়ে খুঁটিনাটি বোঝার চেষ্টা করুন। সবসময় একমত না পোষণ করলেও, সরাসরি সমালোচনা না করাই ভাল।
Published at : 13 Jul 2024 11:15 PM (IST)
আরও দেখুন






















