এক্সপ্লোর
2000 Rupee Note: ব্যাঙ্কে ফিরছে ২০০০-এর নোট? এখনও কতগুলি রয়েছে বাজারে?
RBI: এরই মধ্যে ২০০০-এর ব্যাঙ্কনোট তুলে দেওয়ার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সোমবার তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

নিজস্ব চিত্র
1/8

দেশের বাজারে থাকা ২০০০ টাকা নোটের অধিকাংশই ফিরে এসেছে, এমনটাই জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ১৯ মে -পর্যন্ত বাজারে যা ২০০০ টাকার নোট ছিল, তার ৭৬ শতাংশই ফিরে এসেছে বলে সোমবার জানিয়েছে RBI.
2/8

এরই সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০০০ টাকার যে নোট ফিরেছে তার মধ্যে ৮৭ শতাংশই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। আর বাকি ১৩ শতাংশ বদল করে নেওয়া হয়েছে।
3/8

১৯ মে থেকে ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্কগুলি ২.৭২ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০-এর নোট পেয়েছে। যা বাজারে চালু ২০০০ এর নোটের ৭৬ শতাংশ। এখন বাকি ০.৮৬ লক্ষ কোটি মূল্যের ২০০০-এর নোট বাজারে চলছে।
4/8

এখনও পর্যন্ত ব্যাঙ্কগুলি যে তথ্য মিলেছে তার ভিত্তিতেই এই তথ্য জানিয়েছে RBI. জমা পড়া অর্থরাশির মধ্যে ৮৭ শতাংশই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। বাকি ১৩ শতাংশ ২০০০-এর নোট ব্যাঙ্ক থেকে অন্য নোটে বদলে নিয়েছেন গ্রাহকরা।
5/8

এরই মধ্যে ২০০০-এর ব্যাঙ্কনোট তুলে দেওয়ার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সোমবার তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
6/8

কীভাবে পুরনো নোট বদলাবেন? এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে।
7/8

১৯ মে RBI ঘোষণা করেছিল যে ২০০০ টাকার নোট ফিরিয়ে নেওয়া হবে। ২৩ মে থেকে শুরু হয়েছিল সেই প্রক্রিয়া। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
8/8

প্রশ্ন উঠেছিল ৫০০ টাকার নোটের ক্ষেত্রেও কি একই পথে এগোবে RBI? গত ৮ জুন সেই প্রশ্নেরই সাফ উত্তর দিয়েছিলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, RBI নতুন ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনওরকম কথা ভাবছে না। এমনকী ১০০০টাকার নোট নতুন করে চালু করার বিষয়েও কোনও ভাবনাচিন্তা আপাতত নেই বলেও জানিয়েছিলেন শক্তিকান্ত দাস।
Published at : 04 Jul 2023 12:33 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
