আজ দেশের ৭৪ তম সেনা দিবস। প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়। সারা দেশজুড়ে।
2/10
১৯৪৯ সালের আজকের দিনেই শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকেই ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।
3/10
১৮৯৫ সালের ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তৈরি হয়। তবে তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্বাধীনতার পর তা ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত পায়।
4/10
দেশভাগের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্রিটিশ অধ্যক্ষের অধীনে এক বিশে কম্সযান্ডো গঠন করা হয়েছিল। এরপরই ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি কে এম কারিয়াপ্পা দেশের প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ হন।
5/10
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার ওপরে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহতে যুদ্ধ করার নজির রয়েছে ভারতীয় সেনা বাহিনীর।
6/10
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধেও এই ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রায় ৯৩ হাজার পাক সেনা আত্মসমর্পণ করেছিল সেবার।
7/10
এই দিনটিতে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো হয়। পদাতিক, নৌ এবং বায়ুসেনার সদর দফতরগুলিতে মহাসমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি।
8/10
দিল্লির ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে সেনা দিবস উদযাপনে দ্য আর্মি রেড প্যারেড আয়োজিত হয়। এই গ্রাউন্ডের নামই কে এম কারিয়াপ্পা ময়দান।
9/10
১৯৭১-এর যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৩তম সেনা দিবসের সকালে ‘বিজয় রান’ অর্থাৎ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।
10/10
১৯৪৭ সালে ইন্দো-পাক যুদ্ধের সময় দক্ষিণ সীমান্তে বীরত্বের পরিচয় দিয়েছিলেন কারিয়াপ্পা। এই দিনে সাহসিকতার জন্য বিভিন্ন সেনা বাহিনীকে পুরস্কৃত করা হয়।