বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম জাহ্নবী কপূর। ধড়ক, রুহি, গুঞ্জন সাক্সেনার মত ছবিতে অভিনয় করেছেন।
2/9
এখন পাহাড়ের কোলে ছুটি কাটাতে গিয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনি কপূরের কন্যা।
3/9
জাহ্নবী সম্প্রতি সারা আলি খানের পাশাপাশি রণবীর সিং-এর শো 'দ্য বিগ পিকচার'-এও উপস্থিত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনকে অনুষ্ঠানের সেটে একটি মজার আড্ডা দিতে দেখা গেছে।
4/9
জাহ্নবী ক্রমেই বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী হয়ে উঠছেন।
5/9
জাহ্নবী একজন প্রধান ভ্রমণ প্রেমী এবং তাঁর প্রতি ভালবাসা সোশ্যাল মিডিয়ায় বেশ স্পষ্ট। সম্প্রতি, অভিনেত্রী পাহাড়ে তাঁর সফর থেকে কিছু মনোরম ক্লিক ফেলেছেন।
6/9
''আলোর পথে আমি থাকতে চাই'', এইরকম একটি লেখা পোস্ট করেছেন জাহ্নবী।
7/9
জাহ্নবী কপূর ২০১৮ সালের সিনেমা ‘ধড়ক’ দিয়ে তাঁর আত্মপ্রকাশ করেছিলেন। যেখানে শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটি মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক।
8/9
গুঞ্জন সাক্সেনা ছবিতে জাহ্নবীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ভীষণ।
9/9
জাহ্নবী কপূরকে পরবর্তীতে ধর্ম প্রোডাকশনের 'দোস্তানা ২' এবং ব্ল্যাক কমেডি ক্রাইম ফিল্ম 'গুড লাক জেরি'-তে প্রধান ভূমিকায় দেখা যাবে। তিনি করণ জোহরের ‘তখত’ ছবিতেও অভিনয় করবেন বলে জানা গেছে।