এক্সপ্লোর
PICS| Super Dancer 4: শিল্পার বদলি করিশ্মা, সুপার ড্যান্সার ফোরে বিচারকের আসনে বলিউডের লোলো
বিচারকের আসনে শিল্পার বদলে করিশ্মা
1/5

সোনি টিভিতে পপুলার শো 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর'-তে শিল্পা শেঠীর পরবর্তে বিচারকের আসনে দেখা যাবে করিশ্মা কপুরকে। স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়ার পরে শ্যুটিংয়ে আসছেন না শিল্পা। তার বদলি হিসেবেই করিশ্মাকে নেওয়া হয়েছে।
2/5

এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হলেও প্রযোজনা সংস্থা খুব তাড়াতাড়ি এই বিষয়ে বিবৃতি দেবে বলে জানা গিয়েছে। তাঁরা শিল্পাকে সরিয়ে করিশ্মাকেই সিজনের জন্য বিচারকের আসনে বসাতে চাইছে।
Published at : 22 Jul 2021 07:01 AM (IST)
আরও দেখুন






















