সকালবেলাই আকাশ জোড়া চমক। বেঙ্গালুরুর আকাশে দেখা গেল অদ্ভুত সৌরবলয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই সমস্ত ছবি।
2/8
করোনা পরিস্থিতিতে দেশের জায়গায় জায়গায় চলছে লকডাউন। কোথাও বা জারি কার্ফু। মন খারাপের সময় অনেকেই খুঁজে বেরাচ্ছেন মন ভালো করার রসদ। আর এই মহাজাগতিক দৃশ্য যেন সেই রসদই।
3/8
আজ সকালে বেঙ্গালুরুর পরিস্কার নীল আকাশে দেখা মেলে এই সৌর বলয়ের। সূর্যকে গোল করে ঘিরে রয়েছে ঠিক যেন সাতরঙা এক রামধনু।
4/8
অনেকের ক্যামেরাতেই ধরা পড়েছে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের তোলা ছবি শেয়ারও করেন অনেকে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সুন্দর এই দৃশ্য।
5/8
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো দেখে সবাই বলেন, বেঙ্গালুরুর আকাশ আজ সবাইকে মুগ্ধ করে দিয়েছে। অনেকেই নিজেদের তোলা ছবি শেয়ার করেছেন।
6/8
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলের উপরের স্তরে মেঘ কেটে যাওয়ার পরে এমন ঘটনা ঘটে।
7/8
লকডাউনে গৃহবন্দি বেঙ্গালুরুর বাসিন্দারা আজ এই ঝলমলে আকাশের ছবি দেখে উচ্ছসিত গয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়াল জুড়ে তাই এখনও সৌর-বলয়ের সুন্দর সব ছবি।