এক্সপ্লোর
Tokyo Olympics 2020: দেশে ফিরেই খােশমেজাজে চানু, আইনমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে খেলেন পিৎজা

মীরাবাঈ চানু (ফাইল ছবি)
1/7

দেশে ফিরেছেন ভারতের রুপোর মেয়ে মীরাবাঈ চানু। সোমবার এয়ারপোর্টে নামার পরই চানুকে নিয়ে জয়ধ্বনি দিতে দেখা যায়।
2/7

দেশে ফিরেই অভ্যর্থনা পেলেন চানু। মঙ্গলবার নিজের শহর ইম্ফলেও জনসমারোহের মধ্যে ফেরেন চানু।
3/7

রিও অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেছেন চানু।
4/7

আইনমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে মেডেল হাতে ছবিও তুললেন চানু। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
5/7

কিরেন রিজিজুর সঙ্গে পিৎজা খেতেও দেখা গেল মীরাবাঈ চানুকে।
6/7

কর্ণম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন মীরাবাঈ চানু।
7/7

খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে কিরেন রিজিজুর সঙ্গে কথাও বলেন চানু। অলিম্পিক্সে নামার আগে বেশ ডায়েট করতেন চানু। কিন্তু পদক জয়ের পর এই প্রথম পিৎজা খেলেন ২৬ বছরের এই ভারোত্তোলক।
Published at : 27 Jul 2021 04:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
