এক্সপ্লোর
ওজন বেশি, টেলিভিশন শো থেকে যখন বাদ পড়়েছিলেন কপিল শর্মা
কমেডি কিং কপিল শর্মা
1/8

কপিল শর্মা সম্প্রতি এই বিষয়ে আর জে নিশান্তকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন একবার তাঁকে ঝলক দিখলা জা-তে সঞ্চালক হিসেবে ডাকা হয়েছিল। যখন কপিল শর্মা অফিসে পৌঁছেছিলেন, তখন তাঁকে বলা হয়েছিল যে মণীশ পল তাঁর সহ সঞ্চালক। কপিল রাজিও হন। এরপর তাঁকে বিবিসি প্রোডাকশন হাউসে পাঠানো হয়।
2/8

জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা আজ প্রতিটি বাড়িতে হাসির রাজা হয়ে গিয়েছেন। তাঁর জনপ্রিয় শোয়ের নাম 'দ্য কপিল শর্মা শো'।
Published at : 28 Sep 2021 04:28 PM (IST)
আরও দেখুন





















