এক্সপ্লোর
Snowfall in Kashmir: খরা কাটিয়ে স্বমহিমায় ধরা দিল ভূস্বর্গ, তুষারপাতের জেরে কাশ্মীর এখন ছাইরঙা
Winter in Kashmir: দীর্ঘ খরা কাটল। মুখ তুলে চাইল প্রকৃতি। ছবি: পিটিআই।
খরা কাটল। ছবি: পিটিআই।
1/9

দীর্ঘ খরা কাটিয়ে আসল রূপ ফিরে পেল ভূস্বর্গ কাশ্মীর। জানুয়ারির শেষে প্রকৃতি মুখ তুলে চাইল। তুষারের চাদরে ঢেকে গেল গোটা উপত্যকা। ছবি: পিটিআই।
2/9

দেরিতে হলেও তুষারপাতের জেরে আশার আলো দেখছেন উপত্যকার বাসিন্দারা। ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের রবিশস্য এবং ফলচাষ সম্ভব হবে বলে আশাবাদী তাঁরা। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
Published at : 31 Jan 2024 04:26 PM (IST)
আরও দেখুন






















