এক্সপ্লোর
Ram Mandir Inauguration: পাশাপাশি আলিয়া-রণবীর ও ক্যাটরিনা-ভিকি, ছেলেকে নিয়ে অমিতাভ, অযোধ্যায় আয়ুষ্মানও
Ayodhya Ram Mandir Inauguration: গোটা বলিউডই প্রায় অযোধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠাবের আগে পৌঁছলেন একে একে।
চাঁদের হাট অযোধ্যায়।
1/16

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আজ। সেই উপলক্ষে কার্যতই চাঁদের হাট বসল মন্দির চত্বরে। বড়, ছোট, মাঝারি, বলিউডের তাবড় তারকারা অংশ নিলেন রামমন্দির উদ্বোধন এবং 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে।
2/16

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। মায়ানগরীতেও ভোররাত থেকে শোরগোল। বিমানবন্দরে তারকাদের আনাগোনা লেগে ছিল সকাল থেকেই। মাধুরী দীক্ষিত এবং শ্রী রাম নেনেও রওনা দেন ভোর ভোরই।
Published at : 22 Jan 2024 10:58 AM (IST)
আরও দেখুন






















