এক্সপ্লোর
India's Fevicol Man: পিওনের চাকরি থেকে কয়েক লক্ষ কোটির সাম্রাজ্য, ইনি ভারতের ‘Fevicol Man’
Balvantray Kalyanji Parekh: রাতারাতি নয়, তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য। ছবি: সংস্থার ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ছবি: সংস্থার ওয়েবসাইট থেকে সংগৃহীত।
1/12

বইয়ের মলাট হোক বা দেওয়ালে চুনকাম, যুগ যুগ ধরে ভারতবাসীর ভরসা হয়ে উঠেছে Fevicol. তবে একদিনে দেশের আশা-ভরসা হয়ে ওঠেনি এই সংস্থা। তিলে তিলে এই Fevicol-কে দাঁড় করিয়েছেন বলবন্তরায় কল্যাণজি পারেখ। -ফাইল চিত্র।
2/12

বর্তমানে পৃথিবীর ৫০টি দেশে ব্যবসা রয়েছে Fevicol-এর। ভারতের প্রায় প্রত্যেক গ্রামে রয়েছে তাদের উপস্থিতি। যে কারণে বলবন্তরায়কে ‘India’s Fevicol Man’ও বলা হয়। ছবি: সংস্থার ওয়েবসাইট থেকে সংগৃহীত।
Published at : 11 Feb 2024 09:36 PM (IST)
আরও দেখুন






















