এক্সপ্লোর
India Pakistan Conflict: 'বাবার সঙ্গে শেষবারের মতো দেখাও করতে পারলাম না, পাকিস্তানের কড়া শাস্তি হোক', কান্নায় ভাঙলেন মৃত বিএসএফ জওয়ানের ছেলে
India Pakistan Conflict: ইমতেয়াজের ছেলে বলেন, ‘আমি চাই পাকিস্তান কড়া শাস্তি পাক যাতে আর কেউ তার বাবাকে এভাবে না হারায়‘
বাবার সঙ্গে শেষবার দেখাও করতে পারলাম না, পাকিস্তানের কড়া শাস্তি হোক: মৃত বিএসএফ জওয়ানের ছেলে
1/10

জম্মু লাগোয়া ভারত-পাক সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হয়েছিলেন বিএসএফ জওয়ান। আর আজ মহম্মদ ইমতেয়াজের মৃতদেহ পৌঁছল তাঁর বাড়িতে। শনিবার জম্মুর আরএস পুরা সেক্টরে ঘটনাটি ঘটেছিল। আজ তাঁর দেহ এল পাটনা বিমানবন্দরে।
2/10

ইমতেয়াজের ছেলে ইমরান রাজা এদিন বিমানবন্দরে হাজির ছিলেন বাবা-র দেহ নিয়ে যাওয়ার জন্য। ইমতিয়াজ বিএসএফের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
Published at : 12 May 2025 09:59 PM (IST)
আরও দেখুন






















