এক্সপ্লোর
China Temperature Fall : ৬৪ বছরে রেকর্ড পারদপতন চিনে, রাতারাতি নদী জমে বরফ, সারে সারে মরল মাছ-পাখি
China Weather : রাস্তা ঢেকেছে পুরু বরফের চাদরে। এতটাই তুষারপাত হয়েছে যে ব্যহত হয়েছে যানবাহন চলাচল। তাপমাত্রা নেমেছে মাইনাস ৫২.৩ ডিগ্রিতে।
৬৪ বছরে রেকর্ড পারদপতন চিনে
1/8

আবহাওয়ায় বড়সড় পরিবর্তন চিনে। এমন পরিবর্তন গত ৬০ বছর দেখেনি সে-দেশ। চিনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে তাপমাত্রা ভেঙে ফেলল ৬৪ বছরের পুরানো রেকর্ড । রবিবার চিনে হঠাৎ করে তাপমাত্রা ৪৫ ডিগ্রি কমে যায়।
2/8

এই তাপমাত্রা পতন এতটাই দ্রুত হয়েছে যে, নদী বরফ হয়ে গিয়েছ আর তাতেই জলে ভেসে বেড়ায়, এমন পাখিরা আটকে গিয়ে মারা গিয়েছে। উড়ে যাওয়ার সময়ও পায়নি।
Published at : 20 Feb 2024 04:59 PM (IST)
আরও দেখুন






















