এক্সপ্লোর
Russia Crisis: একদিনের বিদ্রোহেই থমকে গেল চারপাশ, রাস্তায় নামল কামান, সেনা, রাশিয়া থেকে নির্বাসিত ইয়েভগেনি
Wagner Group: যেমন ঘোষণা, তেমনই কাজ। শনিবার মস্কো অভিমুখে দাপিয়ে বেড়াল ভাড়াটে যোদ্ধা সংগঠন ওয়াগনর। সমঝোতায় খুলল জট।
ছবি: পিটিআই।
1/11

এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ। ক্ষয়ক্ষতি, প্রাণহানির অন্ত নেই। তার মধ্যেই অভ্য়ন্তরীণ সঙ্কট নেমে এল রাশিয়ায়। ভাড়াটে যোদ্ধা সংগঠন PMC Wagner-এর বিদ্রোহে শনিবার অচল হয়ে পড়ল দেশের রাজধানী মস্কো।
2/11

রাশিয়ার আধা সামরিক বাহিনী PMC Wagner এটি মূলত একটি বেসরকারি সংস্থা। অর্থের বিনিময়ে রুশ সেনাবাহিনীতে যোদ্ধা সরবরাহ করে থাকে তারা। তবে রুশ আইনকানুন সে ভাবে কার্যকর হয় না এই সংস্থার উপর।
Published at : 25 Jun 2023 11:26 AM (IST)
আরও দেখুন






















