এক্সপ্লোর
Cyclone Yaas : আছড়ে পড়বে ইয়াস, তার আগে কেমন ছবি দিঘার ?

ফাইল ছবি
1/7

প্রতিনিয়ত দিঘা থেকে দূরত্ব কমাচ্ছে ইয়াস। দ্রুত রাজ্যের উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসছে। মৌসম ভবন সূত্রে খবর, আজ বেলা সাড়ে ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়।
2/7

এই মুহূর্তে দিঘায় বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে উত্তাল সমুদ্র।
3/7

এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরানো হচ্ছে। প্রায় ১.১০ লক্ষ মানুষকে সরানো হচ্ছে।
4/7

যদিও সকালের দিকে কিছুক্ষণ আকাশ পরিষ্কার থাকায় ঘূর্ণিঝড়ের সেরকম গতি থাকবে না বলে মনে করতে থাকেন সমুদ্র উপকূলবর্তী এলাকার একাংশ মানুষ। কিন্তু, পুলিশ ও NDRF-এসে তাঁদের সতর্ক করে।
5/7

যে কোনও মুহূর্তে দিঘার উপকূলবর্তী নিচু এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
6/7

তাই দ্রুত উপকূলবর্তী গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বলা হয়। এজন্য পুলিশ ও NDRF-এর তরফে সাইরেন অর্থাৎ বিপদ সংকেত বাজিয়ে গ্রামবাসীকে সতর্ক করা হয়। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ও NDRF-এর কর্মীরা তাঁদের বোঝান। তাই তাঁরা নিরাপদ দূরত্বে যেতে রাজি হয়েছেন।
7/7

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় নামানো হচ্ছে সেনা। জেলা প্রশাসন সূত্রে খবর, আজই এসে পৌঁছাচ্ছে সেনার ৭০ জনের দল।
Published at : 25 May 2021 01:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
Advertisement
ট্রেন্ডিং
