শিশুদের একটা বড় সময় কাটে খেলনা নিয়ে। কী ধরনের খেলনা নিয়ে একজন শিশু খেলছে তার উপর অনেক কিছু নির্ভর করে। তাই অভিভাবকদের ঠিকঠাক খেলনা নির্বাচন করা প্রয়োজন।(ছবি সৌজন্য : Pixabay)
2/7
এডুকেশনাল টয়েজ বা শিক্ষা সংক্রান্ত খেলনা। এই ধরনের খেলনার মাধ্যমে একজন শিশুর সঙ্গে কোনও প্রাপ্তবয়স্কের কথোপকথনের সুযোগ গড়ে ওঠে। তবে, শিশুদের কাছে বাবা-মায়ের মনোযোগ দেওয়ার বিকল্প হতে পারে না খেলনা।(ছবি সৌজন্য : Pixabay)
3/7
যেসব খেলনা শিশুদের কল্পনাশক্তিকে উৎসাহিত করে না, সেইসব খেলনা এড়িয়ে যাওয়া উচিত। বাস্তবিক জীবনের সমস্যা নিয়ে নাড়াঘাঁটা করলে শিশুদের মধ্যে সামাজিকতা ও আবেগ গড়ে ওঠে।(ছবি সৌজন্য : Pixabay)
4/7
খেলনা নির্বাচনের ক্ষেত্রে চিন্তার ছাপ থাকতে হবে। এমন নয় যে দামি মানেই সেই খেলনাটা ভাল হবে।(ছবি সৌজন্য : Pixabay)
5/7
শিশুর সঙ্গে খেলা ও পড়ার জন্য বই ও ম্যাগাজিন ব্যবহার করুন।(ছবি সৌজন্য : Pixabay)
6/7
এমন অনেক খেলনা আছে যেগুলি হিংসা ও নেতিবাচক চিন্তাকে উৎসাহিত করে। এই ধরনের খেলনা শিশুদের ক্ষেত্রে নির্বাচন করা উচিত নয়।(ছবি সৌজন্য : Pixabay)
7/7
এছাড়া ভিডিও ও কম্পিউটার গেমের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া উচিত।