এক্সপ্লোর
Children Toys : শিশুদের জন্য কী খেলনা নির্বাচন করবেন ?
প্রতীকী ছবি(সৌজন্যে : Pixabay)
1/7

শিশুদের একটা বড় সময় কাটে খেলনা নিয়ে। কী ধরনের খেলনা নিয়ে একজন শিশু খেলছে তার উপর অনেক কিছু নির্ভর করে। তাই অভিভাবকদের ঠিকঠাক খেলনা নির্বাচন করা প্রয়োজন।(ছবি সৌজন্য : Pixabay)
2/7

এডুকেশনাল টয়েজ বা শিক্ষা সংক্রান্ত খেলনা। এই ধরনের খেলনার মাধ্যমে একজন শিশুর সঙ্গে কোনও প্রাপ্তবয়স্কের কথোপকথনের সুযোগ গড়ে ওঠে। তবে, শিশুদের কাছে বাবা-মায়ের মনোযোগ দেওয়ার বিকল্প হতে পারে না খেলনা।(ছবি সৌজন্য : Pixabay)
Published at : 10 Jul 2021 08:08 AM (IST)
আরও দেখুন






















