এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
I.N.D.I.A: সমন্বয় কমিটিতে তারুণ্যে জোর, চূড়ান্ত স্লোগান, আগামী মাসে দিল্লিতে জনসভা বিরোধীদের
I.N.D.I.A Meeting: মুম্বইয়ে জোটের বৈঠকে ৩টি প্রস্তাব পাস। বিভিন্ন রাজ্যে শীঘ্রই আসন সমঝোতা, দেশজুড়ে জনসভা, বিভিন্ন ভাষায় প্রচার করা হবে 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া স্লোগান।
ছবি সৌজন্যে-পিটিআই
1/10

বছর ঘুরলেই লোকসভা ভোট। একজোট দেশের বিরোধীদলগুলি। দুদিন ধরে মুম্বইয়ে হল তারই বৈঠক। হাজির হয়েছিলেন শরিক দলগুলির শীর্ষনেতৃত্ব।
2/10

মুম্বইতে বিরোধীদের মেগা বৈঠকে সমন্বয় কমিটি তৈরি, প্রচার কমিটি তৈরি, সোশাল মিডিয়ার জন্য় ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়েছে।
3/10

পাশাপাশি তৃতীয় দফার এই বৈঠকে মিডিয়ার জন্য় ওয়ার্কিং গ্রুপ,রিসার্চের জন্য় ওয়ার্কিং গ্রুপ গঠন, 'INDIA' জোটের স্লোগান তৈরি হয়েছে।
4/10

এই সমন্বয় কমিটিতে জোর দেওয়া হয়েছে তারুণ্যের উপর। ১৪ জনের সমন্বয় কমিটি তৈরি হয়েছে।
5/10

তরুণ মুখের মধ্যে রয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারের উপ মুখ্যমন্ত্রী ও RJD নেতা তেজস্বী যাদব।
6/10

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লার মতো তরুণ মুখ।
7/10

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে প্রচার করা হবে। তবে লোগো কী হবে, তা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়নি।
8/10

সূত্রের খবর ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে পাটনা, দিল্লি, চেন্নাই,গুয়াহাটি, নাগপুর এই ৫ জায়গায় জোটের জনসভা হবে।২ অক্টোবর দিল্লির রাজঘাটে জনসভার সিদ্ধান্ত। বিরোধী জোট 'ইন্ডিয়া'র পরের বৈঠক হবে দিল্লিতে।
9/10

দুর্নীতি ঘিরে এখন আবর্তিত হচ্ছে ভারতের রাজনীতি। শাসক বনাম বিরোধী দু পক্ষের হাতিয়ার দুর্নীতি। মোদির পাল্টা দুর্নীতি ইস্যুকেই এবার হাতিয়ার করল বিরোধীদের জোট 'INDIA'
10/10

এদিন বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, ‘বৈঠক ফলপ্রসূ। ইন্ডিয়া জোট বিজেপিকে সহজেই হারিয়ে দেবে। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ও বিজেপি, প্রকাশ্যে আনবে ইন্ডিয়া জোট।’
Published at : 01 Sep 2023 09:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























