এক্সপ্লোর
Capital City Selection: দিল্লি, ওয়াশিংটন, লন্ডন...দেশের রাজধানী ঠিক হয় কী করে, মাপকাঠিই বা কী?
General Knowledge: ভৌগলিক, রাজনৌতিক, সাংস্কৃতিক, রাজধানী চয়নের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

দেশের রাজধানী হিসেবে দিল্লি, ওয়াশিংটন, লন্ডন, টোকিও, বেজিংয়ের আলাদা গুরুত্ব রয়েছে। রাজধানীতে থেকেই গোটা দেশের সরকার চলে। কিন্তু কোনও শহর রাজধানীর স্বীকৃতি পায় কী করে ভেবেছেন কখনও? পিক্সাবে
2/10

সাধারণত ভৌগলিক ভাবে দেশের মাঝামাঝি অবস্থিত কোনও জায়গাকেই রাজধানী বেছে নেওয়া হয়, যাতে উত্তর বা দক্ষিণ, পূর্ব বা পশ্চিমের প্রতি পক্ষপাতিত্ব ফুটে না ওঠে, যাতে সেখান থেকে গোটা দেশে শাসনকার্য চালানো সম্ভব হয়। পিক্সাবে
3/10

স্পেনের রাজধানী মাদ্রিদ এক্ষেত্রে আদর্শ উদাহরণ। দেশের একেবারে মাঝখানে অবস্থিত শহরটি। ১৯৯১ সালে আবুজা নাইজিরিয়ার রাজধানী ঘোষিত হয়, যা কি না দেশের মধ্যিখানে অবস্থিত। ঐক্য বজায় রাখার ক্ষেত্রেও এই মাঝামাঝি অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়। পিক্সাবে
4/10

কিছু কিছু ক্ষেত্রে আবার এক রাজধানী থাকা সত্ত্বেও, অন্য একটি শহরকে রাজধানী ঘোষণা করা হয়। এক্ষেত্রে জনসংখ্যা কত, তার উপর সিদ্ধান্ত নির্ভর করে। পিক্সাবে
5/10

সাধারণত রাজধানীর জনসংখ্যা দেশের অন্য শহরের থেকে বেশি হয়। দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার ২০ শতাংশই সোলে বাস করে। পেরুর লিমা, চিলের সান্টিয়াগোও এই তালিকায় পড়ে। পিক্সাবে
6/10

আবার রাজনৈতিক গুরুত্বের নিরিখেও কোনও শহরকে রাজধানী ঘোষণা করা যেতে পারে। আমেরিকার ক্ষেত্রে একথা প্রযোজন্য। আমেরিকার রাজধানী হিসেবে প্রথমে পেনসিলভ্যানিয়ার নাম প্রস্তাব করা করে কংগ্রেস। পিক্সাবে
7/10

কিন্তু আমেরিকার তদানীন্তন ট্রেজারি সেক্রেটারি আলেকজান্ডার হ্যামিলটন অন্য পন্থা নেন। সেই সময় আমেরিকার উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে সমাজনীতি নিয়ে মতপার্থক্য ছিল। পিক্সাবে
8/10

দক্ষিণে কৃষ্ণাঙ্গদের দাস করে রাখার প্রচলন ছিল। তাই আমেরিকার দক্ষিণের রক্ষণশীল নাগরিকদের ভয় ছিল, উত্তরে রাজধানী হলে, তাঁদের প্রতি কড়া অবস্থান নেওয়া হবে। দাসত্ব তুলে দেওয়ার পক্ষে যাঁরা, তাঁরা মাথায় চেপে বসবেন। পিক্সাবে
9/10

এই ভয় এবং আতঙ্কের সুযোগ নিয়েই ভোটের ময়দানে নমেন আলেকজান্ডার। জয়ী হলে দক্ষিণে দেশের রাজধানী হবে বলে ঘোষণা করেন। শেষ পর্যন্ত ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের মধ্যবর্তী অনুন্নত এলাকা, ওয়াশিংটন ডিসি-কে রাজধানী ঘোষণা করা হয়। পিক্সাবে
10/10

কিছু দেশ আবার একটিমাত্র রাজধানীর পরিপন্থী। যেমন, বলিভিয়ার দু’টি রাজধানী রয়েছে। লা পাজ প্রশাসনিক রাজধানী, সাক্রে সাংবিধানিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার আবার তিনটি রাজধানী, প্রেটোরিয়া (প্রশাসনিক), কেপ টাউন (সংসদীয়) এবং ব্লুমফন্টেন (বিচার বিভাগীয়)। পিক্সাবে
Published at : 28 Apr 2024 09:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























