এক্সপ্লোর
Capital City Selection: দিল্লি, ওয়াশিংটন, লন্ডন...দেশের রাজধানী ঠিক হয় কী করে, মাপকাঠিই বা কী?
General Knowledge: ভৌগলিক, রাজনৌতিক, সাংস্কৃতিক, রাজধানী চয়নের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

দেশের রাজধানী হিসেবে দিল্লি, ওয়াশিংটন, লন্ডন, টোকিও, বেজিংয়ের আলাদা গুরুত্ব রয়েছে। রাজধানীতে থেকেই গোটা দেশের সরকার চলে। কিন্তু কোনও শহর রাজধানীর স্বীকৃতি পায় কী করে ভেবেছেন কখনও? পিক্সাবে
2/10

সাধারণত ভৌগলিক ভাবে দেশের মাঝামাঝি অবস্থিত কোনও জায়গাকেই রাজধানী বেছে নেওয়া হয়, যাতে উত্তর বা দক্ষিণ, পূর্ব বা পশ্চিমের প্রতি পক্ষপাতিত্ব ফুটে না ওঠে, যাতে সেখান থেকে গোটা দেশে শাসনকার্য চালানো সম্ভব হয়। পিক্সাবে
Published at : 28 Apr 2024 09:50 AM (IST)
আরও দেখুন






















