এক্সপ্লোর
Bappi Lahiri Demise: চোখে কালো চশমা, শেষযাত্রা ডিস্কো কিং
শেষ যাত্রায় বাপ্পি লাহিড়ি
1/10

বিদায় বেলাতেও চোখে সেই ট্রেডমার্ক, কালো চশমা। ধর্মীয় আচার, মন্ত্রোচ্চারণ, আর বাধভাঙা কান্না। পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন বাপি লাহিড়ি। প্রিয় বাপ্পি দাকে বিদায় জানালেন তাঁর অগুন্তি গুণমুগ্ধরা।
2/10

সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন ডিস্কো কিং। বাপি লাহিড়ির মিউজিক গোটা দেশকে মাতিয়েছে। তাঁর মিউজিক মানেই নেচে ওঠা। সেই বাপি লাহিড়িই চলে গেলেন।
3/10

অসংখ্য গুণমুগ্ধকে শোকাহত করে মঙ্গলবার রাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ির।
4/10

ভারতীয় সঙ্গীত হারাল তার ডিস্কো কিং’কে। বৃহস্পতিবার, সকাল ১০টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হয় তাঁর অন্তিম যাত্রা।
5/10

পরিবারের পাশাপাশি, শেষযাত্রায় অংশ নেন তাঁর অনুরাগী ও স্বতীর্থরা। ফুলে সাজানো ট্রাক, তাতে লাগানো বাপ্পি দার ছবি! সেই হাসি মুখ। গলা ভর্তি সোনার চেন। সেই ট্রাকেই তাঁর মহদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে।
6/10

জুহুর বাড়ি থেকে ভিলে পার্লের পবনহংস শ্মশানের দূরত্ব মেরেকেটে আড়াই কিলোমিটার। গাড়িতে মোটামুটি মিনিট দশেকের দূরত্ব। সেই পথ যেতেই এদিন সময় লাগল প্রায় এক ঘণ্টা!
7/10

শববাহী গাড়ি যখন ধীর গতিতে শ্মশানের দিকে এগোচ্ছে। তখন বাজছে তাঁরই গান। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে অসংখ্য গুণমুগ্ধ!
8/10

অনেকে আবার বাড়ির ব্যালকনি থেকে করজোড়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রিয় শিল্পীকে!
9/10

বাপি লাহিড়ির শেষকৃত্যে উপস্থিত ছিলেন শক্তি কাপুর। ইলা অরুণ। অলকা ইয়াগনিক। মিকা সিং। নিখিল দ্বিবেদী ও বিন্দু দারা সিংরা।
10/10

মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে এদিন শেষকৃত্য হয় বাপি লাহিড়ির! শেষ হল ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়ের। পঞ্চভূতে মিলিয়ে গেলেন ডিস্কো কিং।
Published at : 18 Feb 2022 12:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















