এক্সপ্লোর
Cyclone Biparjoy: আছড়ে পড়েছে 'বিপর্যয়', ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিতে তোলপাড় গুজরাত
Biparjoy Cyclone:আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় যে গুজরাত উপকূলে ধ্বংসলীলা চালাবে সেই প্রসঙ্গে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

গুজরাত উপকূলে (Gujrat Coast) আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy)। । মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফল (Landfall) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে মাঝরাত পর্যন্ত। ভারী বৃষ্টি শুরু হয়েছে গুজরাতের কচ্ছ এবং সৌরাষ্ট্র উপকূলে। বইছে তীব্র ঝোড়ো হাওয়া। আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় যে গুজরাত উপকূলে ধ্বংসলীলা চালাবে সেই প্রসঙ্গে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর।
2/10

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩০মিনিট নাগাদ গুজরাত উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। মৌসম ভবন জানিয়েছে, যত স্থলভাগের দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হবে ততই বাড়বে হাওয়ার গতিবেগ।
Published at : 15 Jun 2023 08:59 PM (IST)
আরও দেখুন






















