এক্সপ্লোর
Indian Independence Day: ১৮০০ বিশেষ অতিথি থেকে 'সেলফি কনটেস্ট'! দীর্ঘ তালিকা উদযাপনের জন্য
Independence Day 2023: বিশেষ অতিথি কৃষক-নার্স-মৎস্যজীবী! আর কী কী হবে উদযাপনে?
নিজস্ব চিত্র
1/10

রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day)। তার আগে দেশজুড়ে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। নয়াদিল্লিতে (New Delhi) তুঙ্গে প্রস্তুতি। ১৫ আগস্ট, দিল্লির লালকেল্লায় তিরঙ্গা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথা মেনে রাখবেন বক্তৃতা। এবারের অনুষ্ঠানে ১৮০০ জন বিশেষ অতিথি থাকবেন। ১৩ আগস্ট দিল্লিতে হয়েছে স্বাধীনতা দিবস উপযাপনের সম্পূর্ণ ড্রেস রিহার্সাল।
2/10

সূত্রের খবর, এই বিশেষ অতিথির (special guest) তালিকায় রয়েছেন দেশের নানা প্রান্তের নাগরিক। কোনও বিশেষ গ্রামের প্রধান, কৃষি সংক্রান্ত কাজ করে এমন কোনও সংগঠনের প্রতিনিধি। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকেরা। সীমান্ত সড়ক তৈরিতে নিযুক্ত শ্রমিক, কেন্দ্রীয় পানীয় জল প্রকল্পের কাজ করা শ্রমিক-সহ ওই তালিকায় থাকছেন আরও অনেকে। প্রাথমিক শিক্ষক থেকে কৃষিজীবি, মৎস্যজীবি থেকে নার্স- থাকছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত নাগরিকরা।
Published at : 14 Aug 2023 08:20 AM (IST)
আরও দেখুন






















