এক্সপ্লোর
Influenza Virus: দেশে Flu-এর দাপট! কী বলল ICMR?
H3N2 virus: জ্বর, সর্দির মতো উপসর্গ থাকছে, অনেককে হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। কীভাবে সাবধানে থাকা যাবে?
নিজস্ব চিত্র
1/10

শীত চলে গিয়ে গরম আসছে। বদল হচ্ছে পরিবেশের। এই আবহে দেশজুড়ে দাপট বাড়ছে ফ্লু-এর। প্রচন্ড সর্দি, টানা কাশি, জ্বর- এমন একাধিক উপসর্গ থাকছে। বাংলায় কোপ চলছে অ্যাডিনো ভাইরাসের। তাতে মূলত ঝুঁকি বেশি শিশুদের। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কিছু শিশুর। যখন বাংলায় এই পরিস্থিতি তখন সারা দেশেই বাড়ছে ফ্লু সংক্রমণের ঘটনা।
2/10

বছর দুয়েক ধরে বারবার কোভিড সংক্রমণের ঢেউ এসেছে ভারতে। সেই সময়ের স্মৃতি সকলেরই রয়েছে। ফলে এখন ফ্লু-এর দাপটের জন্য আতঙ্ক রয়েছে। দেশজুড়ে ফ্লু-এর সংক্রমণের ঘটনা নিয়ে কী বলছে Indian Council of Medical Research (ICMR)?
Published at : 05 Mar 2023 02:40 PM (IST)
আরও দেখুন






















