এক্সপ্লোর
Congress Protest: কোথাও ট্রেন রোকো, কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! দেশজুড়ে প্রতিবাদে কংগ্রেস
Rahul Gandhi Disqualification:এই ঘটনা নিয়ে লড়াই জারি রাখা হবে বলে জানিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদে নামল কংগ্রেস ও যুব কংগ্রেস। দিল্লি-সহ ভারতের নানা শহরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন হাত শিবিরের কর্মীরা।
2/10

এই ঘটনা নিয়ে লড়াই জারি রাখা হবে বলে জানিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ভবিষ্যতে কীভাবে এগনো হবে তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে।
3/10

ছত্তীসগঢ়ের রাইপুরে বিজেপি অফিসের বাইরে প্রতিবাদ দেখিয়েছে কংগ্রেস।
4/10

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য়ের জন্য় রাহুল গান্ধীকে দোষী সাব্য়স্ত করেছে গুজরাতের সুরাত আদালত। মানহানির মামলায় ২ বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক। এই রায়ের প্রতিবাদে সংহতি মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। একজোট বিরোধিতা গড়ে তুলতে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে।
5/10

মধ্যপ্রদেশেও বিক্ষোভ দেখিয়েছে যুব কংগ্রেস। ভোপালে রানি কমলাপতি রেল স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখানো হয়।
6/10

নয়াদিল্লিতেও রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন যুব কংগ্রেসের সদস্যরা।
7/10

গুজরাতের আমদাবাদেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেসের সদস্যদের।
8/10

আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। ট্যুইটে বিজেপিকে নিশানা করে আক্রমণ করেছেন তিনি।
9/10

রাহুলের সদস্যপদ খারিজের প্রশ্নে প্রিয়ঙ্কা গাঁধীও সরব হয়েছেন। ট্যুইটে তিনি লেখেন, 'নীরব মোদির ১৪ হাজার কোটির কেলেঙ্কারি। ললিত মোদির ৪২৫ কোটির কেলেঙ্কারি। মেহুল চোক্সির ১৩ হাজার ৫০০ কোটির কেলেঙ্কারি। যাঁরা দেশের টাকা লুঠ করেছে, বিজেপি তাঁদের কেন বাঁচাচ্ছে? কেন তদন্ত থেকে দূরে পালাচ্ছে? যাঁরা প্রশ্ন তুলছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিজেপি কি দুর্নীতিগ্রস্তদেরই সমর্থন করে?'
10/10

রাহুলের সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সরব হয়েছেন দেশের অধিকাংশ বিরোধী দল। মমতা-অভিষেক থেকে অখিলেশ, বিমান বসু। তোপ দেগেছেন সকলেই।
Published at : 24 Mar 2023 11:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
