এক্সপ্লোর
Cold Wave: জবুথবু গোটা উত্তর, ঠান্ডার আমেজে মানালিতে শুরু কার্নিভাল
Weather Update: সোমবারও ঠান্ডা কেঁপেছে দিল্লি থেকে রাজস্থান। উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে ঘন কুয়াশা থাকার সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের তরফে।
নিজস্ব চিত্র
1/10

বাংলায় এখনও ঠান্ডা নেই। কিন্তু গোটা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ছবিটা একেবারে উল্টো। প্রবল ঠান্ডায় কাঁপছে ভারতে ওই গোটা এলাকা।
2/10

ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের দাপটে কার্যত জবুথবু গোটা উত্তর ভারত। নতুন বছরের প্রথম সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Published at : 02 Jan 2023 11:16 PM (IST)
আরও দেখুন






















