এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Biometric Identification: LPG গ্রাহকদের বায়োমেট্রিকের সিদ্ধান্ত, কীভাবে হবে এই কাজ?
Indane Gas New Rule: ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে।
ছবি সৌজন্যে-পিটিআই
1/9

এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালু করতে চলেছে ইন্ডেন।
2/9

রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেনরে তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব শিগগিরই গ্রাহকদের ছবি মোবাইলে বন্দি করতে যাবেন ডেলিভারি বয়রা।
3/9

সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে।
4/9

বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান করবেন।
5/9

তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তাঁরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
6/9

ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে।
7/9

তারপর ধাপে ধাপে সব গ্রাহকেরই বায়োমেট্রিক নেবে ইন্ডেন।সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই সব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
8/9

কিন্তু ডেলিভারিবয়রা যখন বাড়িতে গ্যাস দিতে যান, অনেক সময়ই দেখা যায়, যাঁর নামে সিলিন্ডার তিনি বাড়িতে নেই। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কী হবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
9/9

নভেম্বর মাস শেষ হওয়ার মুখে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে বড়দিন ও বর্ষবরণের ছুটিছাটা থাকবে।
Published at : 26 Nov 2023 10:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























