আগামি সেপ্টেম্বর থেকে রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক-ভি তৈরি হবে এ দেশেই। সেপ্টেম্বর থেকে নিজেদের প্লান্টে তা উৎপাদন করবে পুণের সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।
2/9
মঙ্গলবার দুই সংস্থার তরফে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে স্পুটনিক-ভি টিকার বিপণন সংস্থা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। আরডিআইএফ জানিয়েছে, প্রতি বছর ভারতে ৩০ কোটি স্পুটনিক-ভি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
3/9
এই লক্ষ্যমাত্রা পূরণে সেরামকে ওই টিকার প্রযুক্তিগত সাহায্য দিতে শুরু করেছে আরডিআইএফ। উল্লেখ্য, স্পুটনিক-ভি টিকার প্রযুক্তি আমদানিতে আগেই সিরামকে অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
4/9
রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাশেভ জানিয়েছিলেন ভারতের জন্য বছরে ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্য নিয়ে ময়দানে নামছেন তাঁরা। আগামী দিনে এই উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। করোনা আবহে দেশে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের অভাব নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছে। এই আকালের মধ্যে রুশ টিকার জোগান কিছুটা হলেও স্বস্তি জাগাবে বলে মনে করা হচ্ছে।
5/9
প্রসঙ্গত, মে মাসে হায়দরাবাদের বাজারে প্রথম ছাড়া হয়েছিল স্পুটনিক-ভি। তার পর থেকে কেবলমাত্র বেসরকারি হাসপাতালগুলিতে ৯৯৫.৪০ টাকায় এক-একটি টিকা পাওয়া যাচ্ছে। কলকাতাতেও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে মিলছে টিকা।
6/9
মে মাসের শুরুতে প্রথম দফায় ১.৫ লক্ষ স্পুকনিক ভি পেয়েছিল ভারত। এরপরেই ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস জানায়, ১৮ বছরের ঊর্ধ্বদের জন্য হায়দরাবাদে প্রথম দফায় স্পুটনিক ভি টিকাকরণ চালু হয়েছে। এরপর দ্বিতীয় দফার ফের ৬০,০০০ ডোজ পৌঁছয় ভারতে। ইতিমধ্যেই দু-দফায় টিকা এসে গিয়েছে।
7/9
পর্যাক্রমে ভারতে স্পুকনিক ভি সরবরাহ হবে। এদিন বেঙ্কটেশ জানিয়েছেন, 'ভারতে তিন দফায় রুশ টিকা উৎপাদন হবে। প্রথমে রাশিয়া পুরোপুরি তৈরি ভ্যাকসিন পাঠাবে ভারতে। শেষের দিকে ভারতকে স্পুটনিক ভি-র ৩০ লক্ষ ডোজ সরবরাহ করা হবে। ভারতের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে রাশিয়া। যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে
8/9
এরপর দ্বিতীয় দফায় যেই ভ্যাকসিন পাঠানো হবে, সেগুলি ব্যবহারের জন্য তৈরিই থাকবে। তবে ভারতকে আলাদা আলাদা শিশিতে ভরে সরবরাহ করতে হবে।'
9/9
বেঙ্কটেশ জানিয়েছেন, তৃতীয় পর্যায়ে রাশিয়া ভারতের কোম্পানিকে শুধুমাত্র স্পুটনিক ভি টিকা তৈরির প্রযুক্তি পাঠিয়ে দেবে এবং ভারতেই পুরোপুরি টিকা তৈরি হবে