এক্সপ্লোর
Covaxin Vaccine: পশ্চিমবঙ্গ সহ ১৪ রাজ্যে সরাসরি কোভ্যাক্সিন সরবরাহ শুরু ভারত বায়োটেকের
কোভ্যাক্সিন
1/6

দেশের ১৪ রাজ্যে ভ্যাকসিন সরাসরি সরবরাহ শুরু করল ভারত বায়োটেক। এই ১৪ রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিসগড়, দিল্লি, গুজরাত, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিনলাড়ু, তেলঙ্গনা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।
2/6

হায়দরাবাদের সংস্থা জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের কাছে যে আবেদন জমা পড়েছে, সেই অনুপাতে রাজ্যগুলিকে ভ্যাকসিন বণ্টন করা হচ্ছে। সংস্থার যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর তথা সহ প্রতিষ্ঠাতা সুতিত্রা এল্লা বলেন, অন্যান্য রাজ্য় থেকেও বরাত এসেছে। আগে পাওয়া বরাতগুলি ছেড়ে এবং স্টক দেখে বাকিগুলিও বণ্টন হবে। তবে, কোন রাজ্য কত ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে, তা খোলসা করেনি সংস্থা।
Published at : 11 May 2021 01:30 PM (IST)
আরও দেখুন






















