এক্সপ্লোর
Cyclone Tauktae Preparedness ঘূর্ণিঝড় টাও'তে: জারি লাল সতর্কতা, ৫ রাজ্য মোতায়েন বাহিনী, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় টাও'তে। প্রতীকী চিত্র
1/8

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাও'তে। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কেরলে। মৌসম ভবন বলছে, ২৪-ঘণ্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে টাও'তে।
2/8

প্রাথমিকভাবে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে যাবে ঘূর্ণিঝড়। ১৮ তারিখের মধ্যে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে গুজরাতের কাছে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
3/8

ইতিমধ্যেই, কেরলে প্রাক-ঘূর্ণিঝড়ের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কেরল সরকার ৮ জেলায় লাল সতর্কতা ও আরও কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে।
4/8

লাল সতর্কতা হওয়া জেলাগুলি হল তিরুঅনন্তপুরম, কোল্লম, পাঠানমিত্তা, কোঝিকোড়, মল্লপুরম, ওয়েইনাড়, কন্নুর ও কাসারগড়। কমলা সতর্কতা জারি হয়েছে কোট্টয়ম, ইড্ডুকি, ত্রিশূর, মলপ্পুরম, পলক্কড়ে।
5/8

ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৫ রাজ্য -- গুজরাত, মুম্বই, কেরল, তামিলনাড়ু এবং কর্নাটকে মোতায়েন করা হয়েছে ৫৩টি দল।
6/8

যার মধ্যে ২৪ বাহিনীকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে। ২৯ বাহিনীকে পরিস্থিতি বুঝে মোতায়েন করা হবে। গতকাল, শুক্রবার এনডিআরএফ প্রধান ট্য়ুইট করে এই খবর জানিয়েছেন।
7/8

একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় থাকবে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় নৌসেনা।
8/8

সাইক্লোন মোকাবিলার জন্য শনিবারই জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধথিকারিকদের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ পদাধিকারীরাও থাকবেন।
Published at : 15 May 2021 12:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
