এক্সপ্লোর

PM Modi Varanasi Visit: রাত ১:১৩! যোগীর সঙ্গে বারাণসী রেল স্টেশন ঘুরে দেখলে মোদি, নিলেন আধুনিক ব্যবস্থা সম্পর্কিত খোঁজ-খবরও

প্রধানমন্ত্রীর দু-দিনের বারাণসী সফর

1/10
ঘড়িতে তখন ঠিক রাত ১.১৩। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে হঠাৎই  বারাণসী রেল স্টেশনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ঘড়িতে তখন ঠিক রাত ১.১৩। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে হঠাৎই বারাণসী রেল স্টেশনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
2/10
একটা মুহূর্তেও নষ্ট করতে রাজি নন মোদি। তাই সোমবার বারাণসী পৌঁছে গভীর রাতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী৷ এরপর দীর্ঘক্ষণ বারাণসী রেল স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
একটা মুহূর্তেও নষ্ট করতে রাজি নন মোদি। তাই সোমবার বারাণসী পৌঁছে গভীর রাতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী৷ এরপর দীর্ঘক্ষণ বারাণসী রেল স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
3/10
স্টেশনের বিভিন্ন আধুনিক ব্যবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং নিরাপত্তা বাহিনী।  প্রধানমন্ত্রী জানান, রেল যোগাযোগের পাশাপাশি আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য।
স্টেশনের বিভিন্ন আধুনিক ব্যবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী জানান, রেল যোগাযোগের পাশাপাশি আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য।
4/10
গতকাল হঠাৎই একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'পরবর্তী গন্তব্য বারাণসী স্টেশন৷ রেল যোগাযোগ উন্নত করার পাশাপাশি পরিচ্ছন্ন, আধুনিক এবং যাত্রী বান্ধব স্টেশন তৈরি করাও আমাদের লক্ষ্য৷'  গতকাল সকালে দিল্লি থেকে বিমানে বারাণসী পৌঁছেছেন নরেন্দ্র মোদি, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে তৈরি কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের প্রথম ফেজের উদ্বোধন করেন তিনি।
গতকাল হঠাৎই একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'পরবর্তী গন্তব্য বারাণসী স্টেশন৷ রেল যোগাযোগ উন্নত করার পাশাপাশি পরিচ্ছন্ন, আধুনিক এবং যাত্রী বান্ধব স্টেশন তৈরি করাও আমাদের লক্ষ্য৷' গতকাল সকালে দিল্লি থেকে বিমানে বারাণসী পৌঁছেছেন নরেন্দ্র মোদি, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে তৈরি কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের প্রথম ফেজের উদ্বোধন করেন তিনি।
5/10
আজ সকালে বিশ্বনাথ মন্দিরে যান নরেন্দ্র মোদি। তারপর বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। ওই বৈঠকে ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান পেশ করলে তা পর্যালোচনা করে দেখবেন প্রধানমন্ত্রী। আজ একটি যোগ সংস্থার অনুষ্ঠানেও যোগ দেওয়ার পর তাঁর দিল্লি ফেরার কথা।
আজ সকালে বিশ্বনাথ মন্দিরে যান নরেন্দ্র মোদি। তারপর বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। ওই বৈঠকে ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান পেশ করলে তা পর্যালোচনা করে দেখবেন প্রধানমন্ত্রী। আজ একটি যোগ সংস্থার অনুষ্ঠানেও যোগ দেওয়ার পর তাঁর দিল্লি ফেরার কথা।
6/10
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে গতকাল নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পুনর্নির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। আজও বারাণসীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে।
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে গতকাল নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পুনর্নির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। আজও বারাণসীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে।
7/10
প্রধানমন্ত্রীর সফরে এদিন খানিক্ষণ তাঁর সঙ্গে ছিলেন জেপি নাড্ডাও। ক্রুজে ভ্রমণের সময়ে মোদির সঙ্গেই ছিলেন তিনি। এর পর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্থানীয় গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধে ৬টা নাগাদ গঙ্গার ঘাটে বসে আরতি দেখেন। গঙ্গার ঘাটে জ্বালানো হয় ১১ লক্ষ প্রদীপ। সাজানো হয় রঙ্গোলি দিয়েও।
প্রধানমন্ত্রীর সফরে এদিন খানিক্ষণ তাঁর সঙ্গে ছিলেন জেপি নাড্ডাও। ক্রুজে ভ্রমণের সময়ে মোদির সঙ্গেই ছিলেন তিনি। এর পর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্থানীয় গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধে ৬টা নাগাদ গঙ্গার ঘাটে বসে আরতি দেখেন। গঙ্গার ঘাটে জ্বালানো হয় ১১ লক্ষ প্রদীপ। সাজানো হয় রঙ্গোলি দিয়েও।
8/10
নাড্ডার সঙ্গে প্রশাসনিক বৈঠকও করেন তাঁরা। উল্লেখ্য, এদিন বারাণসী সফরের মধ্যেই প্রধানমন্ত্রীর ট্যুইট করে লেখেন, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করে আমি কৃতার্থ। মনে হচ্ছিল যেন কলকল শব্দে মা গঙ্গা আমাকে এই বিশ্বনাথ ধামের জন্য আশীর্বাদ জানাচ্ছেন।
নাড্ডার সঙ্গে প্রশাসনিক বৈঠকও করেন তাঁরা। উল্লেখ্য, এদিন বারাণসী সফরের মধ্যেই প্রধানমন্ত্রীর ট্যুইট করে লেখেন, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করে আমি কৃতার্থ। মনে হচ্ছিল যেন কলকল শব্দে মা গঙ্গা আমাকে এই বিশ্বনাথ ধামের জন্য আশীর্বাদ জানাচ্ছেন।
9/10
উল্লেখ্য,  এতদিন কাশী বিশ্বনাথ মন্দিরের সৌন্দর্যায়ন না হওয়ার নেপথ্যে, নাম না করে বিরোধীদেরই দায়ী করেন তিনি।
উল্লেখ্য, এতদিন কাশী বিশ্বনাথ মন্দিরের সৌন্দর্যায়ন না হওয়ার নেপথ্যে, নাম না করে বিরোধীদেরই দায়ী করেন তিনি।
10/10
এ দিন নরেন্দ্র মোদি বলেন, বারাণসীতে আগে রাজনীতি ছিল। কিছু মানুষের স্বার্থ জড়িয়েছিল। কাশী ঔরঙ্গজেবের অত্যাচারের সাক্ষী থেকেছে। কিন্তু এখাকার মাটি ঔদ্ধত্য মিশিয়ে দিয়েছে। ইংরেজ শাসনের বিরুদ্ধেও কাশীর মানুষ রুখে দাঁড়িয়েছিলেন। কাশীতে তারই সরকার, যার হাতে ডমরু রয়েছে।
এ দিন নরেন্দ্র মোদি বলেন, বারাণসীতে আগে রাজনীতি ছিল। কিছু মানুষের স্বার্থ জড়িয়েছিল। কাশী ঔরঙ্গজেবের অত্যাচারের সাক্ষী থেকেছে। কিন্তু এখাকার মাটি ঔদ্ধত্য মিশিয়ে দিয়েছে। ইংরেজ শাসনের বিরুদ্ধেও কাশীর মানুষ রুখে দাঁড়িয়েছিলেন। কাশীতে তারই সরকার, যার হাতে ডমরু রয়েছে।

আরও জানুন ইন্ডিয়া

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RCB vs GT Live: জয়ের হ্যাটট্রিকের খোঁজে আরসিবি, গুজরাতের বিরুদ্ধে ম্যাচের লাইভ আপডেট
জয়ের হ্যাটট্রিকের খোঁজে আরসিবি, গুজরাতের বিরুদ্ধে ম্যাচের লাইভ আপডেট
Myanmar Earthquake : মৃতের পাহাড়ের মধ্যে ৫ দিন ! হোটেলের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার জীবন্ত মানুষ
মৃতের পাহাড়ের মধ্যে ৫ দিন ! হোটেলের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার জীবন্ত মানুষ
LSG vs PBKS Live: শ্রেয়স, প্রভসিমরণের হাফসেঞ্চুরি, পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটিংয়ে কুপোকাত লখনউ
শ্রেয়স, প্রভসিমরণের হাফসেঞ্চুরি, পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটিংয়ে কুপোকাত লখনউ
Babar Azam: 'মাত্র ৯৯ রানের জন্য শতরান মিস..' ফের ব্যর্থ বাবরকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা
'মাত্র ৯৯ রানের জন্য শতরান মিস..' ফের ব্যর্থ বাবরকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা
Advertisement
ABP Premium

ভিডিও

Suvendu Adhikari: 'ভোট কেটে কাদের কাদের হারিয়েছে সিপিএম, সবাই দেখেছে', মন্তব্য শুভেন্দুরChhok Bhanga 6Ta: 'যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরই অপমান করেছেন মুখ্যমন্ত্রী', আক্রমণ শুভেন্দুরBankura News: বাঁকুড়ায় রামনবমীতে খালি পায়ে খোল-কত্তাল বাজিয়ে মিছিল, মানুষকে সামিল হওয়ার আহ্বানRamnavami News: রবিবার রামনবমী, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামলেন খোদ পুলিশ কমিশনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RCB vs GT Live: জয়ের হ্যাটট্রিকের খোঁজে আরসিবি, গুজরাতের বিরুদ্ধে ম্যাচের লাইভ আপডেট
জয়ের হ্যাটট্রিকের খোঁজে আরসিবি, গুজরাতের বিরুদ্ধে ম্যাচের লাইভ আপডেট
Myanmar Earthquake : মৃতের পাহাড়ের মধ্যে ৫ দিন ! হোটেলের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার জীবন্ত মানুষ
মৃতের পাহাড়ের মধ্যে ৫ দিন ! হোটেলের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার জীবন্ত মানুষ
LSG vs PBKS Live: শ্রেয়স, প্রভসিমরণের হাফসেঞ্চুরি, পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটিংয়ে কুপোকাত লখনউ
শ্রেয়স, প্রভসিমরণের হাফসেঞ্চুরি, পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটিংয়ে কুপোকাত লখনউ
Babar Azam: 'মাত্র ৯৯ রানের জন্য শতরান মিস..' ফের ব্যর্থ বাবরকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা
'মাত্র ৯৯ রানের জন্য শতরান মিস..' ফের ব্যর্থ বাবরকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা
Belgharia Expressway: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু
Waqf Amendment Bill: ওয়াকফ বিল নিয়ে চর্চায় সংসদভবনকেও জুড়ে নিলেন মন্ত্রী, বিল পাস করা সহজ হবে কি বিজেপি-র? সংখ্য়ায় কে কোথায় জানুন…
ওয়াকফ বিল নিয়ে চর্চায় সংসদভবনকেও জুড়ে নিলেন মন্ত্রী, বিল পাস করা সহজ হবে কি বিজেপি-র? সংখ্য়ায় কে কোথায় জানুন…
IPL 2025: বিরাটের ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে পারেন কেকেআরের এই তারকা প্লেয়ার?
বিরাটের ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে পারেন কেকেআরের এই তারকা প্লেয়ার?
Toy Train Accident : ধাক্কা মেরে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছিল টয়ট্রেন ! রাতেই মৃত্যু ছাত্রীর, উত্তাল শৈলশহর
ধাক্কা মেরে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছিল টয়ট্রেন ! রাতেই মৃত্যু ছাত্রীর, উত্তাল শৈলশহর
Embed widget