রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতের পোলার রকেট ভেহিকেল পিএসএলভি সি-৫১ ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ সহ আরও আর ১৮ টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল মহাকাশে।
2/7
২৬ ঘণ্টার কাউন্টডাউনের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল পিএসএলভি সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা দেয়। চলতি বছর এটাই ইসরো-র প্রথম মিশন।
3/7
প্রাইমারি স্যাটেলাইট অ্যামাজোনিয়া-১ কে উৎক্ষেপণের ১৮ মিনিট পর কক্ষপথে স্থাপন করা হয়। বাকি স্যাটেলাইটগুলি পরবর্তী দুই ঘন্টা ধরে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া হয়।
4/7
নির্ধারিত সময় সকাল ১০.২৪ টায় পিএসএলভি-র উৎক্ষেপণ হয়। এতে ছিল ব্রাজিলের ৬৩৭ কেজি ওজনের অ্যামাজোনিয়া-১। এটি অপটিক্যাল ভূপর্যবেক্ষণ উপগ্রহ। এটিই ছিল ইসরো-র রকেটের প্রধান স্যাটেলাইট।
5/7
এই স্যাটেলাইট থেকে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের বনাঞ্চল হ্রাসের ব্যাপারে রিমোট সেন্সিং তথ্যের পাশাপাশি ওই অঞ্চলে কৃষির বৈচিত্র্য নিয়েও বিশ্লেষণ পাওয়া যাবে।
6/7
এটি ছাড়াও রকেটে আর যে উপগ্রহগুলি ছিল সেগুলির মধ্যে চারটি ইন-স্পেসের এবং ১৪ টি ইসরো-র বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া (এনএসআইএল)-এর। এরমধ্যে ছিল চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়া (এসকেআই)-এর সতীশ ধবন স্যাট (এসডি স্যাট)। এই মহাকাশ যানের টপ প্যানেলে খোদাই করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
7/7
এসকেআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর অভিযান ও মহাকাশ ক্ষেত্রের বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানাতেই এমনটা করা হয়েছে। সেইসঙ্গে এসডি-তে ভাগবত গীতাও পাঠানো হয়েছে।